করিনার সাথে কাজ করার অফার হেলায় ফিরিয়ে দিয়েছিলেন শাশ্বত, হিট হয়েছিল সেই বলি-ছবি!
‘কাহানি’ হিট হওয়ার পর বলিউডে একের পর এক কাজ পেতে থাকেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে, অনেকেই হয়তো জানেন না মধুর ভান্ডারকরের ছবি ‘হিরোইন’-এ করিনা কাপুরের বিপরীতে কাজ করার অফার পেয়েছিলেন তিনি! তবে সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন পুরনো ‘বব বিশ্বাস’।
ETimes-কে দেওয়া সাক্ষাৎকারে একথা মেনে নিয়েছেন অভিনেতা। সঙ্গে ‘হিরোইন’র অফার ফিরিয়ে দেওয়ার কারণও জানিয়েছেন। শাশ্বতর কথায়, ‘আমার কাছে হিরোইন সিনেমায় কাজ করার অফার এসেছিল একথা সত্যি। কিন্তু ডেট ক্ল্যাশ করায় আমাকে ফিরিয়ে দিতে হয় সেই অফার। কারণ আমি তখন কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেঘে ঢাকা তারা-র শ্যুট করছিলাম, যা তৈরি ঋত্বিক ঘটকের জীবনের ওপর। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করি আমি। বলিউডে কাজ করার জন্য টলিউডে দেওয়া আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না আমি কখনোই। কারণ সুযোগ পরেও আসবে। আর কমলেশ্বরের ছবিতে ঋত্বিক ঘটকের ওপর নির্ভর চরিত্রে অভিনয় করা আমার কাছে ছিল একটা মাইলস্টোন।’
শাশ্বত মনে করেন, একজন অভিনেতাকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা উচিত। ছবি বাছাইয়ের ব্যাপারে তিনি বেশি ভাবেন? শাশ্বত জানান, ‘আমি ভাবিনি আমার চরিত্র কতটা লম্বা। বরং আমি দেখি আমার চরিত্র কতটা প্রভাব ফেলবে দর্শক মনে। আর সেই বুঝেই চরিত্র বাছাই করি।’
এরপর বলিউডে অভিনেতাকে দেখা যাবে তাপসী পান্নুর সাথে অনুরাগ কাশ্যপ-র ‘দোবারা’ সিনেমায়। কঙ্গনা রানাওয়াতের সাথে ‘ধাকড়’-এও কাজ করেছেন তিনি।
For all the latest entertainment News Click Here