ATK MB vs Jamshedpur FC Live: মুম্বই ম্যাচে হারের যন্ত্রণা নিয়ে নামছে মোহনবাগান
লাইভ আপডেটস
Updated: 06 Dec 2021, 07:05 PM IST
- জামশেদপুরের সঙ্গে এটিকে মোহনবাগান মোট ৬টি ম্যাচ খেলেছে। হাবাস ব্রিগেড জিতেছে ৩টি ম্যাচ। হেরেছে ১টি ম্যাচ। ২টি ম্যাচ তারা ড্র করেছে। সেই দিক থেকে দেখতে গেলে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন বাহিনী।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ১-৫ হারের যন্ত্রণা নিয়েই সোমবার জামশেদপুর এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তার ঠিক পরেই ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জামশেদপুর। তাদের সংগ্রহ ৩ ম্যাচে ৫ পয়েন্ট।
স্টেডিয়ামে পৌঁছল এটিকে মোহনবাগান
স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে জামশেদপুর
আইএসএলে এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
জামশেদপুরের সঙ্গে এটিকে মোহনবাগান মোট ৬টি ম্যাচ খেলেছে। আন্তোনিও লোপেজ হাবাস ব্রিগেড জিতেছে ৩টি ম্যাচ। হেরেছে ১টি ম্যাচ। ২টি ম্যাচ তারা ড্র করেছে। সেই দিক থেকে দেখতে গেলে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন বাহিনী।
জামশেদপুর এফসি-র আইএসএলের ফলাফল
জামশেদপুরও তিন ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সঙ্গে তারা ১-১ ড্র করেছিল। এফসি গোয়াকে ৩-১ হারিয়ে দেয় জামশেদপুর। আর হায়দরাবাদের বিরুদ্ধে ১-১ ড্র করেছে তারা।
এটিকে মোহনবাগানের আইএসএলের ফলাফল
আইএসএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান। তার মধ্যে জিতেছে ২টি ম্যাচে। শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ১-৫ হেরেছে। তার আগের ম্যাচে অবশ্য ডার্বিতে ৩-০ ইস্টবেঙ্গলকে হারিয়েছিল হাবাস ব্রিগেড। তারও আগে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ হারিয়েছিল মোহনবাগান। আজ তারা জামশেদপুরের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হয়ে রয়েছে।
For all the latest Sports News Click Here