গোড়ালির চোটের জেরে দু’মাস মাঠের বাইরেই থাকতে হবে নেইমারকে
সাঁ-এটিয়েনের বিরুদ্ধে ম্যাচের মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন নেইমার। তখনই তাঁর হাবভাব দেখে চোট বেশ গুরুতর বলেই মনে হচ্ছিল। অবশেষে আশঙ্কাই সত্যি হল। ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিঁটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।
ম্যাচের একেবারে শেষের দিকে সাঁ-এটিয়েনের ইয়ভান ম্যাকোনের পায়ের ওপর ভুল করে পা দেওয়ার পরেই গোড়ালি মুচকে যায় নেইমারের। ব্যাথায় কাতরানো ২৯ বছরের তারকা ফরোয়ার্ডকে শেষমেশ স্ট্রেচারে করে মাঠে বাইরে নিয়ে আসতে হয়। ম্যাচের পর নেইমারকে ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়। এরপরেই আশঙ্কা ঘনীভূত হয়। এরপরেই তাঁর ক্লাব প্যারিস সাঁ-জাঁর তরফে নেইমারের চোটের আপডেট দেওয়া হয়।
পিএসজি এক বিবৃতিতে জানায়, ‘গতকাল রাতে নানা পরীক্ষার মাধ্যমে নেইমারের গোড়ালিতে মচকান ধরা পড়ে যেখানে ওর লিগামেন্টও চোটের কবলে পড়েছে। প্রায় ছয় থেকে আট সপ্তাহ ও মাঠের বাইরে থাকবে বলেই মনে করা হচ্ছে।’ যদিও ক্লাবের তরফ থাকা ব্রাজিলিয়ান তারকার চোট আগামী ৭২ ঘন্টার মধ্যে পুনরায় পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে।
চোট পাওয়ার পর নেইমার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোট-আঘাত খেলার অঙ্গ বলে মেনে নিয়েই আর শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করেছেন। লিগ ওয়ান তালিকায় পিএসজি ১২ পয়েন্টে এগিয়ে। তারকাখচিত দল লিগে নেইমারকে তেমন মিস না করলেও চ্যাম্পিয়ন্স লিগে তাঁর অভাব বেশি পরিমাণে টের পাবে ফ্রান্সের খ্যাতনামা ক্লাবটি।
For all the latest Sports News Click Here