একা হাতে ৩০ জনকে খাবার পরিবেশন ঐশ্বর্যর, তারপর নিজে খান! অবাক হয়েছিল বিশাল
সুরকার বিশাল দাদলানি জানালেন ঐশ্বর্য একবার নিজের হাতে খেতে দিয়েছিলেন ৩০ জনকে, যাঁরা তাঁর আর অমিতাভের সাথে এক ট্যুরে সামিল হয়েছিল। বিশাল জানান, সেখানে উপস্থিত সকলে অমিতাভের সাথে খাওয়ার আবদার করে। আর সকলকে খাবার পরিবেশন করেছিলেন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই। সবার খাওয়া শেষ হলে নিজে খেয়েছিলেন।
সারেগামাপা ২০২১-এ হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন ও চিত্রাঙ্গদা সিং তাঁদের নতুন ছবি ‘বব বিশ্বাস’র প্রোমোশনে। আর সেখানেই বিচারকের আসনে থাকা বিশাল খোলসা করেন সেখথা। শো-র সঞ্চালক আদিত্য নারায়ন অভিষেকের কাছে জানতে চান বিশ্ব সুন্দরী ঐশ্বর্য নবিজের হাতে ঘরের কোনও কাজ করেন কি না! যাতে বিশাল জানান, ‘আমরা একবার একসাথে একটা ট্যুরে গিয়েছিলাম। আর আমাদের সাথে ৩০ জনের ব্যান্ড ছিল। ওরা একবার আবদার করে মিস্টার বচ্চনের সাথে একসঙ্গে ডিনার করবে। এরকম ক্ষেত্রে আমরা সাধারণত ব্যুফের আয়োজন করি, যেখানে খাবার পরিবেশনের জন্য অনেকে থাকে। কিন্তু এক্ষেত্রে ঐশ্বর্য নিজে অনুরোধ করে সকলকে সে নিজের হাতে খাবার দেবে।’
বিশাল আরও বলেন, ‘এটা ও না করলেই পারত। আর ওখানে কোনও ক্যামেরাও ছিল না যে পাবলিসিটির জন্য করবে। আসলে ও মানুষটাই ওরকম। আর সবচেয়ে অবাক হয়েছিলাম ও শুধু আমাদের আদর করে খাওয়ায়নি, সঙ্গে খাবার পর আমাদের সকলকে ডেজার্টও পরিবেশন করছে। তারপর নিজে খেতে বসেছে। সেদিন আমরা সকলে নিজেদের ভাগ্যবান মনে করেছিলাম, কারণ আমাদের ঐশ্বর্য খেতে দিয়েছিল নিজের হাতে!’
বিশালের কথায় সহমত পোষণ করেন অভিষেকও। বলেন, ‘সত্যি ও খুব ভালো, একেবারে মাির মানুষ। আমাদের ভারতীয় সংস্কার মানে মন থেকে। আর আমেদর মেয়েকেও সেই শিক্ষাই দিয়েছে। আমি ওকে এই জন্য মন থেকে ধন্যবাদ জানাতে চাই।’
For all the latest entertainment News Click Here