NZ vs AFG Live: সারা ভারতের সমর্থন নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে আফগানরা
চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রুপ-১ থেকে কোন দু’টি দল সেমিফাইনাল খেলবে, তা নিশ্চিত হয়ে গিয়েছে আগের দিনই। এবার সবার নজর গ্রুপ-২’এ। পাকিস্তান ইতিমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। তবে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের দৌড়ে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়েই হদিশ পাওয়া যেতে পারে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে। নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে তারা শেষ চারে পৌঁছে যাবে। আফগানিস্তান জিতলে সুযোগ থাকবে ভারতের সামনে। ভারত সেক্ষেত্রে শেষ ম্যাচে নমিবিয়াকে দাপটের সঙ্গে হারাতে পারলেই সেমিফাইনালে প্রবেশ করবে। এক্ষেত্রে আফগানিস্তান যদি বড় ব্যবধানে জেতে এবং ভারত শেষ ম্যাচে হেরে বসে, তবে মহম্মদ নবিরা পৌঁছে যাবেন সেমিফাইনালে। আপাতত ভারতের দৃষ্টিকোণ থেকেই মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ। কেননা, আফগানিস্তান জিতলে তবেই কোহলিদের সামনে সুযোগ থাকবে টুর্নামেন্টে ফেরার। কিউয়িরা জয় তুলে নিলে এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিদায় নিশ্চিত হবে যাবে।
রশিদদের শেষ চারে যাওয়া শক্ত
আবুধাবিতে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেই সবার নজর। যদি নিউজিল্যান্ড জেতে, তাহলে এবারের মতো ভারতের খেল খতম। সেই কারণে ১৩০ কোটি ভারতীয় এখন আফগানিস্তানের জন্য প্রার্থনা করছেন। যদিও আফগানিস্তানের পক্ষে সেমিফাইনালে যাওয়া শক্ত। বিস্তারিত পড়ুন:- ICC T20 WC- আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে যাই হোক, রশিদদের শেষ চারে যাওয়া শক্ত
কার্যত ভারতের জন্য লড়াইয়ে নামছে আফগানিস্তান
নিজেদের জন্য তো বটেই, তবে সম্ভবত তার থেকেও বেশি করে ভারতের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামছে আফগানিস্তান। আফগানদের জেতার উপর নির্ভর করছে বিরাট কোহলিদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। রশিদরা জিতলে তবেই টুর্নামেন্টে ভেসে থাকবে টিম ইন্ডিয়া। নাহলে রবিবারই কোহলিদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সারা ভারতের সমর্থন নিয়ে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামছে আফগানিস্তান।
For all the latest Sports News Click Here