‘স্ত্রী-কে মাটির বাড়িতে রেখে টিভিতে নাটক করছো?’ বিদ্রুপের জবাব দিলেন স্নিগ্ধজিৎ
সারেগামাপা-র মঞ্চে চলতিবার বাংলার জয়জয়কার। সেরা ১৬ জন প্রতিযোগির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলার স্নিগ্ধজিৎ, কিঞ্জল, অনন্যা, নীলাঞ্জনারা। এঁরা সকলেই বাংলা রিয়ালিটি শো-এর মঞ্চের পরিচিত মুখ। গায়ক হিসাবে যথেষ্ট নামডাক রয়েছে সকলের। ২০১৯ সালে বাংলা সারেগামাপা-য় দ্বিতীয় স্থান দখল করেন স্নিগ্ধজিৎ ভৌমিক। জি বাংলা সারেগামাপা-র প্রতিযোগী হওয়ায় জাতীয় স্তরে বাড়তি সুবিধা পেয়েছেন স্নিগ্ধজিৎ, কেউ কেউ এমন অভিযোগ তুলছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনায় মর্মাহত গায়ক।
বুধবার ফেসবুক লাইভে এসে মনের ঝাঁপি খুললেন স্নিগ্ধজিৎ। হেটার্সদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমাকে কোনও বাড়তি সুবিধা দেওয়া হয়নি। সরাসরি সুযোগ দেওয়া হয়নি। কলকাতায় একবার, তারপর মুম্বইতে চারবার অডিশন দিয়ে আমি সেরা ১৬-য় নির্বাচিত হয়েছি…আমিও লাইনে দাঁড়িয়েছি। যাঁরা আমার উপর ভরসা রেখেছেন তাঁদের সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই আমি’।
গত সপ্তাহে মেগা অডিশনে ‘বত্তমিজ দিল’ গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন স্নিগ্ধজিৎ। তবে তাঁর কথায়, আমার চেয়েও প্রতিভাবান গায়ক এই দেশে আছে। তবে হয়ত আমি সৌভাগ্যবান। কিন্তু আগে থেকে কিছু ফিক্স ছিল, আমি এমনই সিলেক্ট হয়েছি তা নয়’।
রবিবারের এপিসোডে পারফরম্যান্সের পর কেঁদে ফেলেছিলেন স্নিগ্ধজিৎ। এরপর তাঁর স্ত্রী, অদিতি ভিডিয়ো কলে অভিনন্দন জানায় স্নিগ্ধজিৎ-কে। সেইসময় টালির চালওয়ালা মাটির বাড়ি-তে দেখা যায় অদিতিকে। ঘরের ফাটা দেওয়ালও দর্শকদের নজর এড়ায়নি। তবে সেটা নাটক নয়। স্নিগ্ধজিৎ সাফাই দিয়ে বলেন, ‘অদিতি এই মুহূর্তে আমার গ্রামের বাড়িতে আছে। সেখান থেকে আমি শুরু করেছিলাম। ওটা কোনও নাটক নয়। এখন আপনাদের দয়ায় আমাদের অবস্থা স্বচ্ছল। কিন্তু ওটা আমার গ্রামের বাড়ি। আসলে আমার মা অসুস্থ ছিলেন, নার্সিংহোমে ভর্তি ছিলেন। গতকালই উনি ছাড়া পেয়েছেন। তাই অদিতি গ্রামের বাড়িতে আছে। আমি কিছু মিথ্যা বলিনি। নাটক করিনি’।
স্নিগ্ধজিৎ স্পষ্ট করেন, অদিতি তাঁর প্রেমিকা নন, স্ত্রী। ১১ বছর আগেই সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। সহানুভূতি অর্জনের জন্য স্ত্রীকে মাটির ঘরে রাখবার কোনও মানসিকতা নেই আমার, জানান সারেগামাপা-র এই প্রতিযোগী। ২০০৫ সাল থেকে গায়ক হওয়ার স্ট্রাগল চালিয়ে যাচ্ছেন স্নিগ্ধজিৎ, লকডাউনের জেরে শিল্পী হিসাবে অনেক ক্ষতির মুখে পড়েছেন, তাই নতুন করে শুরু করবার আশা নিয়েই সারেগামাপা-র মঞ্চে আসা।
For all the latest entertainment News Click Here