T20 WC: নাগাড়ে দুই ম্যাচে হার, ২২ বছর আগের স্মৃতি ফেরালেন বিরাট কোহলিরা
পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে পর্যদুস্ত হওয়ার পর নিউজিল্যান্ডও আট উইকেটে দুরমুশ করেছে ভারতীয় দলকে। চলতি বিশ্বকাপে নাগাড়ে দু’টি ম্যাচ হেরে টুর্নামেন্টের শেষ চারে যাওয়ার ভারতের আশা প্রায় বিসর্জনের পথে। পর পর দুই ম্যাচ হেরে ২২ বছর পুরোনো হতাশার স্মৃতি ফেরালেন বিরাট কোহলিরা।
১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত গত শতকের শেষ বিশ্বকাপে ভারত নিজেদের প্রথম দু’টি ম্যাচ হেরেছিল। তার পরের ২২ বছরে ২০ ওভার ও ৫০ ওভার মিলিয়ে মোট ১২টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে টিম ইন্ডিয়ার দখলে এসেছে মাত্র দু’টি। বলা বাহুল্য অনেক সময়েই তীর এসেছে তরী ডুবেছে ভারতের, আবার ২০০৭ সালের মতো চূড়ান্ত হতাশারও সাক্ষী থেকেছে ভারতীয় জনগণ। তবে এই বিশ্বকাপের আগে অবধি কখনও পর পর মেগা টুর্নামেন্টের প্রথম দু’টি ম্যাচে হারের মুখ দেখতে হয়নি ভারতীয় দলকে। মরু শহরে ফের একবার সেই হতাশাই ফিরল ভারতের তাঁবুতে।
আজহারউদ্দিনের পর বিরাট কোহলিই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে এই অনভিপ্রেত রেকর্ডের ভাগিদার হলেন। সেবার দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের কাছে হেরেছিল ভারতীয় দল। এবার পরাজয় আসল পাকিস্তান এবং কিউয়িদের বিরুদ্ধে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নিজের শেষ টুর্নামেন্টে এমনটা বিরাট কেন, কেউই আশা করেননি। তবে ৯৯-র পরই ২০০৩ সালে ফাইনালে পৌঁছেছিল ভারত। এবারও ফের উঠে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার, বিশেষত যেহেতু পরের বিশ্বকাপে আর এক বছরও সময় বাকি নেই তা মাথায় রেখে।
For all the latest Sports News Click Here