২ মাসের ছেলেকে কলকাতায় রেখেই কাশ্মীরে নুসরত!ঈশানের খোঁজ নিতে দিনে ২০টা ভিডিয়ো কল
দিন দশেক আগেই যশের সঙ্গে কাশ্মীর রওনা দিয়েছিলেন নুসরত জাহান। ভূ-স্বর্গ থেকে এক নাগাড়ে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। শুরুতে জানা গিয়েছিল যশের ‘চিনে বাদাম’ ছবির একটি গানের শ্যুটিং হচ্ছে গুলমার্গে, সঙ্গীকে এক মুহূর্ত কাছছাড়া না করতে পেরেই নতুন মা রওনা দিয়েছেন কাশ্মীরে। পরে অবশ্য জানা যায়, বিষয়টা শুধু সেটা নয় নুসরত নিজেও বরফের চাদরে মোড়া কাশ্মীরে শ্যুটিং করছেন। প্রযোজক এনা সাহার নতুন ছবিতে তিন নম্বর বার জুটি বাঁধছেন যশরত, আর সেই ছবিরও গানের শ্যুটিং হল কাশ্মীরে। দু-মাসের ছেলেকে ওই ঠাণ্ডায় নিয়ে গিয়েছেন নুসরত? নাকি কলকাতায় রেখেই কাশ্মীর রওনা? সেই নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে কলকাতায় ফিরে নিজের মুখে সত্যিটা জানালেন নুসরত।
নুসরত সোমবার ‘জয় কালী কলকত্তাবালী’র শ্যুটিংয়ের ফাঁকে এক সাক্ষাত্কারে নুসরত জানালেন বাবা-মা’র জিম্মায় ঈশানকে রেখে কাশ্মীরে রওনা দিয়েছিলেন তিনি। প্রথমবার ছেলেকে কাছছাড়া করা, নুসরতের কথায়- ‘কোনও উপায় ছিল না, কাশ্মীরে প্রচন্ড ঠাণ্ডা তাই ওকে নিয়ে যেতে পারেনি। ওদের রোগপ্রতিরোগ ক্ষমতা এখন খুব থাকে। সৌভাগ্যবশত বাবা- মা আর আমার পুরো পরিবার ছিল, যারা ওঁর খুব খেয়াল রেখেছে। তবে আমি দিনে ২০টা ভিডিয়ো কল করতাম, ও খাচ্ছে সেটাও আমি দেখতাম, ও ঘুমোচ্ছে সেটাও আমি দেখতে চাইতাম। আমার মনে আমি খুব ফ্রিক আউট মাদার, ভীষণ ফাসি-মাদার (ব্যস্তবাগীশ)’।
নুসরত জানালেন অভিনয় কেরিয়ার, সাংসদীয় দায়িত্ব এবং ঈশানের মায়ের ভূমিকা পালন করতে গিয়ে বেগ পেতে হচ্ছে তাঁকে ঠিকই, তবে ‘কর্মই ধর্ম’ এটা মনেপ্রাণে বিশ্বাস করেন তিনি। তাই দিনের অর্ধেকটা সময় সন্তানের জন্য, এবং বাকি সময়টা কাজের জন্য তুলে রাখছেন। ঈশানের মায়ের ভূমিকা প্রতি মুহূর্তে এনজয় করছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আগের থেকে কাজে এলে একটা জিনিস পালটেছে, এখন প্যাক-আপ করে বাড়ি ফেরবার তাড়া সঙ্গে থাকে। আসলে ঈশান যত না আমার জন্য অপেক্ষা করে, আমি তার চেয়ে বেশি উদগ্রীব থাকি ওকে কোলে নেওয়ার জন্য’।
For all the latest entertainment News Click Here