প্রসবের পর ছেলেকে কোলে নিতে ইচ্ছে হয়নি আয়ুষ্মান-পত্নী তাহিরার! চটেছিল ডাক্তার
সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা-পত্নী তাহিরা কাশ্যপের নতুন বই ‘দ্য সেভেন সিনস অফ বিয়িং এ মাদার’ (The 7 Sins Of Being A Mother)। যেখানে তিনি মাতৃত্বের নানা দিক তুলে ধরেছেন অকপটে। লিখেছেন ‘মাতৃত্বের অনুভূতি’ নিয়েও। যেখানে স্পষ্টভাষায় তাহিরাকে বলতে শোনা গিয়েছে, একজন মেয়ে থেকে মা হওয়ার অনুভূতি রাতারাতি আসে না! তা ধীরে ধীরে জন্ম নেয়।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই কথা বলেন খোলাখুলি। তাই তো ক্যানসার লড়াইয়ের গল্পও তুলে ধরেছিলেন সকলের সামনে। আর এবার নিজের দুই সন্তানের সঙ্গে কাটানো নানা অভিজ্ঞতা নিয়েই তাঁর এই বই। নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে তাহিরা ছেলে বিরাজবীরের সিজারিয়ান বার্থের সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তাহিরার প্রথম প্রেগন্যান্সি ছিল আনপ্ল্যানড। সাধারণ প্রসবও হয়নি তারকা-পত্নীর। বরং, ১২ ঘণ্টার লেবারের পর সিজারিয়ান পদ্ধতিতে ছেলের জন্ম দেন তাহিরা। আর ছেলের জন্মের পরই ঘটে সেই আশ্চর্জনক ঘটনা। তাহিরার মতে, যা চমকে দিয়েছিল তাঁর ডাক্তারকে।
তাহিরা জানান, ‘১২ ঘণ্টার লেবারের পর আমার প্রথম সন্তান বের হল বাইরে। আর ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, ‘‘এই নাও তোমার বাচ্চা’। কিন্তু তখন আমার ওকে কোলে নিতে ইচ্ছে হয়নি। ফিরিয়ে দিয়েছিলাম। এতদিন বইতে যে অনুভূতির কথা পড়ছিলাম। মা-দিদিমাদের মুখে যে গল্প শুনেছিলাম, তার কোনওটাই সেভাবে অনুভব করতে পারিনি। আর লোক দেখানো কোনও কিছু করারও ইচ্ছে হচ্ছিল না।’’
‘‘তারপর আমি দেখলাম দু’জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। তুমি হয়তো জানো আজকালকার দিনে বাচ্চারা চোখ খুলেই জন্ম নেয়। আমার ছেলে আর আমার ডাক্তার দু’জনেই হাঁ হয়ে আমায় দেখছিল। আমি যা করতে পেরেছিলাম সেটা হল, নাক কুঁচকে বলেছিলাম, ‘এবার আপনি ওকে ওর পরিবারের কাছে দিয়ে আসুন’। আর তাতে ডাক্তার রেগে গিয়ে বলে থাকে, ‘কি বলতে চাইছেন? ওর পরিবার?’ আর আমার জবাব ছিল, ‘না মানে বাদবাকি পরিবার’।’’, নেহাকে হেসে হেসে জানান তাহিরা।
আয়ুষ্মান খুরানার সঙ্গে তাহিরার দুই সন্তান। বড় ছেলে, বিরাজবীর আর ছোট মেয়ে ভারুষ্কা। ইতিমধ্যেই নানা ধরনের অজানা কথা সামনে এনে সাড়া ফেলে দিয়েছে তাঁর এই বই। চর্চাও প্রচুর। এর আগে মুক্তি পেয়েছে তাহিরার বই ‘দ্য টুয়েলভ কমেন্ডমেন্টস অফ বিং আ উওমেন, অ্যান্ড আই প্রমিস…’ (The 12 Commandments of Being A Woman and I Promise…)। যেটা নিয়ে চর্চাও কিছু কম হয়নি।
মাসখানেক আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর পরিচালনায় প্রথম শর্টফিল্ম কোয়ারেন্টিন ক্রাশ। ফিচার ফিল্মের জগতেও পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন তাহিরা ‘শর্মাজি কি বেটি’ সিনেমা দিয়ে। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন– সাক্ষী তনওয়ার, দিব্যা দত্ত, সায়মি খের।
For all the latest entertainment News Click Here