KBC 13: কবে ডাকবেন তাপসী পান্নু? ছোলে বাটুরে ডেট-এ যেতে চান এই কোটিপতি প্রতিযোগী
জমিয়ে চলছে কৌন বনেগা ক্রোড়পতি ১৩ নম্বর সিজন। সম্প্রতি, শো-এর হট সিটে হাজির হয়েছিলেন মধ্যপ্রদেশের ছত্তরপুর অঞ্চলের সাহিল আহিরওয়াল। সদ্য এই শো থেকে এক কোটি টাকা পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তবে খবর সেটা নয়। শো চলাকালীন সঞ্চালক অমিতাভের সঙ্গে গল্প আড্ডার ফাঁকে তাপসী পান্নুর উদ্দেশে নিজের ভালোবাসা অকপটে জাহির করেছেন ওই প্রতিযোগী। শুধু তাই নয় তাপসী নিয়ে নানানরকম প্রশ্নে জেরবার করছেন ‘বিগ বি’-কে ও। সেইসব প্রশ্নের জবাব না দিতে পেরে দৃশ্যতই অপ্রস্তুত থেকে হতবাক, কোনওটাই না হয়ে থাকতে পারেননি অমিতাভ। কেবিসি-র মজাদার ওই প্রোমো চোখে পড়েছে তাপসীরও। তাই তো এবার তিনি টুইট করে ওই যুবকের প্রশ্নের জবাব নিজেই দিলেন! সেই প্রসঙ্গে সাহিল জানিয়েছেন তাঁর জন্য করা তাপসীর ওই টুইটের স্ক্রিনশট তুলে রেখে দিয়েছেন।
হট সিটে বসে অমিতাভকে উল্টে প্রশ্নবাণ ছুড়েছিলেন সাহির। যেহেতু তাপসীর সঙ্গে ‘পিঙ্ক’, ‘বদলা’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন অমিতাভ তাই সাহিলের মনেই হয়েছিল অভিনেত্রীর অনেক ‘অন্দর কী বাত’ নিশ্চয়ই জানবেন অমিতাভ। সেইভাবেই তাপসীর পছন্দের খাবারের পদের নাম কী তা কেবিসি-র সঞ্চালকের কাছে জানতে চেয়েছিলেন সাহির। আমতা আমতা করে ‘সিনিয়র বচ্চন’ জানিয়েছিলেন যে তিনি সেসব জানেন না। তবে এটুকু জানেন যে খেতে বড্ড ভালোবাসে তাঁর ‘বদলা’ ছবির সহকর্মী।
এবার কেবিসি-র ওই প্রোমো টুইট করে সেই প্রতিযোগীর উদ্দেশে তাপসী জানিয়েছেন তাঁর সবথেকে পছন্দের খাবার হল ছোলে বাটুরে। সঙ্গে আরও লিখেছেন, ‘সাহিল, কোনওদিন যদি দেখা হয় একসঙ্গে ছোলে বাটুরে খাব। আর ৭ কোটির প্রশ্নে পৌঁছনোর জন্য অনেকটা শুভেচ্ছা রইল তোমার জন্য’।
স্বপ্নের নায়িকার থেকে এহেন বার্তা পেয়ে যারপরনাই আনন্দে ডগমগ সাহিল। তাই তো জানিয়েছেন এবার তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাপসী তাঁকে জানাবেন ‘ছোলে বাটুরে স্পেশ্যাল ডেট’ যাওয়ার দিনক্ষণ। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাহিল বলেন যে তিনি এখনও কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে তাপসী নিজে তাঁকে কেবিসি শো-তে খেলতে দেখেছেন। শুধু তাই নয়, দেখে আবার আবার তাঁর রাখা প্রশ্নের জবাব টুইট করেও দিয়েছেন। সাহিলের কথায়, ‘কবে যে তাপসীর সঙ্গে ছোলে বাটুরে খেতে যাব এখন সেই আশায় দিন গুনছি। বড্ড ভালো মানুষ উনি। আর পাশাপাশি আমার জন্য করা ওঁর ওই টুইটটি আমি বাঁধিয়ে রেখে দেব’।
প্রসঙ্গত, কেবিসি-র হট সিটে বসে ৭৯-র ‘রাগী যুবক’-কে তাপসীর প্রসঙ্গে আরও নাস্তানাবুদ করেছেন সাহিল। মজার সুরে বলি-তারকাকে তাঁর প্রশ্ন ছিল,’ বদলা ছবিতে যেখানে তাপসীকে ফাঁদেই ফেললেন তাহলে কেন খামোখা ‘পিঙ্ক’ ছবিতে আপনি লড়াই করে ওঁকে বাঁচাতে গেলেন?’
For all the latest entertainment News Click Here