প্যারা এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি ভারতের, যুবশক্তির জয়গান করলেন প্রধানমন্ত্রী
এবারের এশিয়ান গেমসে পদক তালিকায় রেকর্ড গড়েছে ভারত। মোট ১০৭টি পদক সংগ্রহ করে। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে খুশি গোটা দেশ। চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্স মুগ্ধ করেছে। এশিয়ান গেমস শেষে শুধু সোনা জয়ীদের নয়। যারা পদক জিতেছেন তাদের প্রত্যেককে যেমন শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তেমনই প্রত্যেকের সঙ্গে দেখাও করেন।
এশিয়ান গেমস শেষ হয়েছে বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। এই মুহূর্তে চলছে প্যারা এশিয়ান গেমস। সেখানেও সাফল্য় পাচ্ছে ভারত। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১০০ টি পদক ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। স্বাভাবিক ভাবেই খুশি গোটা দেশ। প্রতিবন্ধকতাকে হারিয়ে ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্য প্রশংসা পেয়েছে সব মহলে। হবে নাই বা কেন, এবারের এশিয়াডে ভারত দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাঁর প্রমাণ হাতে-নাতে পাওয়া গিয়েছে।
প্যারা এশিয়ানে ভারতের এই সাফল্যে অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ ২৮ অক্টোবর শনিবার টুইট করে তিনি লেখেন, ‘প্যারা এশিয়ান গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের হৃদয়কে অপরিসীম গর্বে পূর্ণ করে। আমি আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদ, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা প্রত্যেককেই গভীর কৃতজ্ঞতা জানাই।’
এখানেই থামেননি তিনি। আরও লেখেন, ‘এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তারা এমন ভাবে নিজেদের সেরাটা দেয়, যে এটা বোঝা গিয়েছে, কোনও কিছুই অসম্ভব নয়। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে গোটা দেশ খুশি।’ এখনও পর্যন্ত এই প্যারা এশিয়ান গেমসে ভারতের সংগ্রহের তালিকায় রয়েছে ২৫টি সোনা, ২৯টি রুপো এবং ৪৬টি ব্রোঞ্জ। স্বাভাবিক ভাবেই এই ভারতীয় প্যারা অ্যাথলিটদের এই পারফরম্যান্স গোটা দেশকে মুগ্ধ করেছে। তেমনই এবারের প্যারা এশিয়াড থেকেও আরও বেশ কয়েকটি পদক আসতে পারে। সেক্ষেত্রে এই মুহূর্তে ভারত ৬ নম্বরে থাকলেও, উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
ভারত ১০০টি পদক পাওয়ায় শুধু নরেন্দ্র মোদী নন, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে তিনি বলেন, ‘এবারের প্যারা এশিয়ান গেমস নতুন উচ্চতায় উঠছে! ১০০টি পদক, সাহসিকতা এবং সেরা পারফরম্যান্সের প্রমাণ। অভিনন্দন জানাই প্রত্যেক চ্যাম্পিয়নকে যারা এই ঐতিহাসিক পদক অর্জন করতে সম্ভব হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
For all the latest Sports News Click Here