‘কেরিয়ারের সেরা গান…!’, অরিজিতের সঙ্গে লেকে প্রভু কা নাম, মুখ খুললেন সলমন
বলিউডের হিট জুটিদের মধ্যে প্রথম সারিতেই আসেন ক্যাটরিনা কাইফ আর সলমন খান। ২০১৯ সালে ভারত ছবিতে শেষ দেখা গিয়েছে তাঁদের একসঙ্গে। এবার নভেম্বরে আসছে টাইগার ৩। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিরিজ টাইগার-এর তৃতীয় পার্ট আসছে বলিউডে নভেম্বর মাসেই।
এর মধ্যেই টাইগার ৩-র টিজার সামনে এসেছে। প্রকাশ পেয়েছে প্রথম গান লে কে প্রভু কা নাম-এর ঝলকও। যা নিসন্দেহে ২০২৪ সালের সেরা ব্লকবাস্টার গান হতে চলেছে। সবচেয়ে বড় চমক হল এই গনটি গেয়েছেন অরিজিৎ সিং। বাংলার এই গায়কের গলায় প্রথমবার দেখা যাবে সলমন খানকে। আপাতত সলমন-ক্যাটরিনা-অরিজিতের ম্যাজিকের অপেক্ষা।
সাংবাদিক সম্মেলনে লেকে প্রভু কা নাম-এর ব্যাপারে বলতে গিয়ে সলমন জানালেন, ‘ক্যাটরিনা আর আমার একসঙ্গে অনেকগুলো দুর্দান্ত গান রয়েছে। মানুষের আমাদের দুজনের গান নিয়ে যে প্রত্যাশা রাখে তা আমার অজানা নয়। আমি নিশ্চিত লেকে প্রভু কা নাম মানুষকে খুশি করবে।’
‘এটা একটা ডান্স ট্র্যাক। আমার তো হেবি লেগেছে। আমার কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় ডান্স ট্র্যাক হতে চলেছে এই গান। আশা করছি গ্লোবাল হিট হবেই এই গান।’, আরও যোগ করেন সলমন খান টাইগার ৩-এর প্রসঙ্গে।
আরও পড়ুন: ‘ক্লাস আর মাসের যে ভেদাভেদ…!’ অষ্টমীতে হিট বাঘা যতীন, বড় ঘোষণা দেবের
লেকে প্রভু কা নাম-এর সুর করেছেন প্রীতম। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন অরিজিৎ সিং আর নিকিতা গান্ধী। টাইগার ৩-এর পরিচালনা করেছেন মণীশ শর্মা। ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে হিমেশ রেশামিয়াকে। চলতি বছরের দিওয়ালিতে, ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।
এতদিন ধরে অরিজিতকে দূরেই রেখেছিলেন সলমন খান। এক অ্যাওয়ার্ড ফাংশনে ঘুমিয়ে পড়েছিলেন ক্লান্ত গায়ক। যেখানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সলমন খান। মঞ্চে পুরস্কার নিতে আসা অরিজিৎকে ঘুমঘুম চোখে ঢেকে কটাক্ষ করেন ভাইজান। যার জবাব পালটা জবাব আসে, সলমনের সঞ্চালনাতেই নাকি ঘুমিয়ে গেছিলেন। ব্যস আর কী, এতেই রেগে আগুন হন দাবাং খান। সুলতান ছবি থেকে রেগেমেগে অরিজিতের গানখানাই বাদ দিয়ে দেন। শুধু তাই নয়, এরপর থেকে অরিজিতের নাম এলেই খারিজ করে দিতেন। তবে বরফ গলেছে অবশেষে। প্রকাশ্যে ক্ষমা আগেই চেয়ে নিয়েছিলেন অরিজিত। সলমনও যে মাফ করেছেন তা স্পষ্ট হয়েছিল কদিন আগেই যখন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা গিয়েছিল অরিজিৎ সিং-কে।
For all the latest entertainment News Click Here