‘উত্তমকুমারের পর দেবই সেরা!’, ব্যোমকেশে কাজ করে দরাজ প্রশংসা অম্বরীশের
মুক্তির অপেক্ষায় দেবের ব্যোমকেশ। অগস্টে বড় পর্দায় আসছেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ছবি মুক্তির আগে থেকেই চলছে জোরদার সমালোচনা। না ব্যোমকেশ হিসেবে দেবকে পছন্দ হচ্ছে একাংশের, না সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্রকে। এমনকী কটাক্ষে রয়েছেন অজিতের চরিত্রে থাকা অম্বরীশ ভট্টাচার্যও। এতদিন ব্যোমকেশের পাশে দর্শক অজিত হিসেবে যাদের দেখেছে তাদের থেকে অম্বরীশকে আলাদা করেছে বেশিরভাগই তাঁর ‘চেহারা’-র কারণে।
সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চে অম্বরীশকে এই প্রসঙ্গে বলতে শোনা যায়, ‘আমরা এতদিন বাংলা ছবিতে আসলে অজিতের চরিত্রে হিরোদেরই দেখেছি। ঋত্বিক চট্টোপাধ্যায়, শাশ্বত, রাহুল সবাই কিন্তু নায়ক। কোনও পার্শ্ব চরিত্রাভিনেতাকে এতদিন অজিত হিসেবে কাস্ট করা হয়নি। আমি তাই অফারটা পেয়ে একটু অবাক হয়েছিলাম। তারপর মনে হয়েছিল শরদিন্দু পড়ে এতদিন যেভাবে অজিতকে বুঝে এসেছি আমি, সেটাই স্ক্রিনে ফুটিয়ে তুলব। তারপর শুভেন্দুদার স্ক্রিপ্ট পড়ে দেখলাম সেটাই এখানে দেখানো হচ্ছে।’
‘ও কিন্তু লেখক। রহস্যের সন্ধানে যায় না। সাহিত্য়ের সন্ধানে যায়। নিজের বন্ধু, যে ওর কাছে হিরো তার সঙ্গে যায়। আমার কিন্তু সত্যজিত রায়ের তৈরি চিড়িয়াখানার ব্যোমকেশে দেখেছি যখনই বাসুকি সাপটা উত্তমকুমার (ব্যোমকেশ) নিয়ে যান শৈলেনবাবু (অজিত) ভয় পেয়ে যান। অজিত কিন্তু হিরো নয়। আমি এই ছবিতে দর্শক ও পাঠকের প্রতিনিধি হিসেবেই ফুটিয়ে তুলেছি চরিত্রটাকে।’
সঙ্গে অম্বরীশ এক কথায় স্বীকার করে নেন তিনি ভাগ্যবান যে তাঁর আগে এত ‘ভালো ভালো অভিনেতা’ ব্যোমকেশ হয়েছে। তাঁদের থেকেই ভালোটা নিয়ে তিনি অজিত চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
সঙ্গে বিরসা দাশগুপ্তের ‘অজিত’ অম্বরীশ কিন্তু ‘ব্যোমকেশ’ দেবের প্রশংসাতেও পঞ্চমুখ। ইটিভি ভারতকে বললেন, ‘অভিনেতা হিসেবে দেবের তুলনায় অনির্বাণের বেশি ভক্ত আমি। তবে ব্যোমকেশে দেবের সঙ্গে কাজ করার পর বলছি, উত্তমকুমারের পর সেরা ব্যোমকেশ দেব।’
যদিও দেব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এই একটাই। আর ব্যোমকেশ তিনি করবেন না। ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জানান ‘আমার ব্যোমকেশ আসলে একটা সাহস। আমি দেখাতে চেয়েছিলাম যে একটা গল্পকে কতটা লার্জ স্কেলে দেখানো যেতে পারে। যদি এই ছবি ব্যবসা না করে, প্রযোজকরা যদি তাঁদের টাকা ফেরত না পান আমরা আবার ব্যোমকেশকে ড্রয়িং রুমে নিয়ে যাব। আমি চাই, আগামীতে যাঁরা ব্যোমকেশ করবেন তাঁরা সাহস পান ছবিটিকে বড় স্কেলে শুট করার।’
For all the latest entertainment News Click Here