কাঁটা চামচ দিয়ে প্রথম পান্তা চাখলেন সুদীপা! ‘আর কত ঢপ দেবেন?’ কটাক্ষ নেটপাড়ার
অস্ট্রেলিয়ার মাস্টারশেফের অনুষ্ঠানে গত বছর এক প্রতিযোগী বাংলার খুব নিজের পান্তা ভাত বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর হবে নাই বা কেন বাংলার এই খাবার যে গ্রীষ্মের দিনে অমৃতসম। জল ঢালা বাসি ভাত, সঙ্গে একটু লঙ্কা, পেঁয়াজ। আর আলু ভাজা হলে তো কথাই নেই। কম বেশি সমস্ত বাঙালি এই খাবার জীবনে একবার না একবার তো খেয়েছেনই। কিন্তু সেদিন এই কারণেই চরম ট্রোলের মুখে পড়লেন জি বাংলার ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।
ফেসবুকের পাতায় কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুদীপা। সম্প্রতি সেটাই ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে অসমের একটি পাঁচতারা রেস্তোরাঁয় গিয়ে তিনি পান্তা ভাত খাচ্ছেন। সেখানে তাঁকে কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত এবং আলু সেদ্ধ বা আলু মাখা খেতে দেখা যায়। কেবল লাইভ ভিডিয়ো নয়, তিনি তাঁর প্রোফাইলে একটি পোস্টও করেন। সেখানে কাঁসার থালার উপর মাটির হাঁড়িতে পান্তা আর আলু ভাতে দেখা যায়। এই ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘শান্তির পান্তা।’
এই ভিডিয়োতেই সুদীপা বলেন এই প্রথম নাকি তিনি পান্তা ভাত খাচ্ছেন। ব্যাস তাতেই শুরু হয়েছে ট্রোল। তিনি গত পাঁচ বছরের বেশি সময় ধরে জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকা ছিলেন, তাঁর নিজস্ব একটি রেস্তোরাঁ আছে, তারপরেও কিনা তিনি এই প্রথম পান্তা ভাত খেলেন! সঞ্চালিকার এই ‘মিথ্যে’ মানতে নারাজ নেট পাড়ার সকলে।
এই ভিডিয়োতে এক ব্যক্তি তাঁকে কটাক্ষ করে লেখেন, ‘আগের দিন ভিডিয়োতে দেখছিলাম আপনি বলছিলেন এই প্রথমবার আপনি পান্তা ভাত খাচ্ছেন। কিন্তু জি বাংলার রান্নাঘর অনুষ্ঠানে তো পান্তা ভাতের পুরো একটা সপ্তাহ ধরে রেসিপি দেখানো হয়েছিল সেগুলো তো আপনি টেস্ট করে বলতেন কেমন হয়েছে । আর আপনি তো ঘটি বাড়ির মেয়ে আপনার বাড়িতে রান্না পুজোর নিয়ম ছিল না? রান্না পুজোর তো অবিচ্ছিন্ন অংশ এই পান্তা ভাত বলেই জানি।’ আরেকজন লেখেন, ‘ন্যাকামোর এক শেষ। কাঁটা চামচ দিয়ে আবার পান্তা খাচ্ছে।’ কেউ খোঁচা দিয়ে লেখেন, ‘এতটাই বড়লোক হতে চাই যে কাঁটা চামচ দিয়ে পান্তা খেতে খেতে বলব উম।’
তবে কেবল পান্তা নয়, সম্প্রতি তিনি ট্রোল্ড হন আরও একটি কারণে। বেড়াতে গিয়ে ফেরার পথে একদিনে দুবার ফ্লাইট মিস করেন তিনি। সেই কথা প্রকাশ্যে লিখতে তাঁকে তুলোধোনা করতে ছাড়েন না নেটিজেনরা। তিনি যেহেতু এখন শাড়ির ব্যবসার সঙ্গে জড়িত সেটা নিয়ে খোঁচ দিয়ে লেখেন, ‘এবার শাড়ির দাম দ্বিগুণ , তিনগুণ বাড়িয়ে সেই দাম তুলবে।’
For all the latest entertainment News Click Here