Deodhar Trophy 2023: ব্যর্থ রিয়ান, মায়াঙ্ক-সুদর্শনের জোড়া ফলায় বিদ্ধ পূর্বাঞ্চল
ব্যর্থ হল ব্যাটে-বলে আকাশ দীপের লড়াই। চলতি দেওধর ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করার পরে নিজেদের চতুর্থ ম্যাচে হারের মুখ দেখতে হল পূর্বাঞ্চলকে। রবিবার দক্ষিণাঞ্চলের কাছে এবারের দেওধরে প্রথম হারের স্বাদ পেলেন সৌরভ তিওয়ারিরা।
দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। তারা শুরুতেই ওপেনার অভিমন্যু ঈশ্বরনের উইকেট হারিয়ে বসে। ২টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১২ রানের ধীর ইনিংস খেলে মাঠ ছাড়েন বাংলার ঈশ্বরন।
সুভ্রাংশু সেনাপতিকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান বিরাট সিং। দু’জনে মিলে দলকে ১০০ রানের গণ্ডি পার করান। তবে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় সুভ্রাংশু আউট হওয়ার পরেই ধস নামে পূর্বাঞ্চলের ব্যাটিং অর্ডারে। ৫টি বাউন্ডারির সাহায্যে ৬২ বলে ৪৪ রান করে আউট হন সুভ্রাংশু।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন বিরাট সিং। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন রিয়ান পরাগ। ১৮ বলে ৫ রান করেন সৌরভ তিওয়ারি। ১১ বলে ২ রান করেন কুমার কুশাগ্র। ১৬ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন শাহবাজ আহমেদ। মণিশঙ্কর মুরাসিং ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৮ রান করেন।
আরও পড়ুন:- IND vs WI: গত বিশ্বকাপ থেকে এপর্যন্ত চার বছরে শার্দুলই ‘বিশ্বসেরা’, স্টার্ককে টপকে প্রমাণ করলেন ঠাকুর
শেষ বেলায় ব্যাট হাতে ঝড় তুলে পূর্বাঞ্চলকে ২০০ রানের গণ্ডি পার করান বাংলার পেসার আকাশ দীপ। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৩ রান করেন মুখতার হোসেন। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন অভিনব চৌধুরী। পূর্বাঞ্চল ৪৬ ওভারে ২২৯ রানে অল-আউট হয়ে যায়।
দক্ষিণাঞ্চলের হয়ে বাসুকি কৌশিক ও সাই কিশোর ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট নেন বিদ্বথ কাভেরাপ্পা। ১টি করে উইকেট পকেটে পোরেন বিজয়কুমার বৈশাক ও ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন:- বউকে আড়াল করে চুপি চুপি ধোনির ব্যক্তিগত মুুহূর্তের ভিডিয়ো তুললেন বিমান সেবিকা, ভাইরাল হতেই তুমুল আলোড়ন নেটপাড়ায়
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৪৪.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে তারা। ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ৮৪ রান করেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ৫৩ রান করেন সাই সুদর্শন। এছাড়া নারায়ণ জগদীশান ৩২ রানের যোগদান রাখেন।
পূর্বাঞ্চলের হয়ে ২টি উইকেট নেন অভিনব চৌধুরী। ১টি করে উইকেট নেন আকাশ দীপ, রিয়ান পরাগ ও শাহবাজ আহমেদ।
For all the latest Sports News Click Here