অসুস্থ অবস্থায় দোকান চালাতে গিয়ে মাথা ফাটাল নন্দিনীর, কটাক্ষ নেটপাড়ার
ফের খবরের শিরোনামে উঠে এলেন অফিস পাড়ার নন্দিনী দিদি। চলতি বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়ে যান অফিস পাড়ার এই স্মার্ট দিদি। ডালহৌসি পাড়ায় তাঁর হোটেলের খুব নাম ডাক। জনপ্রিয় বটে। খাবারের ভালো মান তার উপর এমন রূপসী দোকানদার হলে তো কথাই নেই! মাঝে তো তিনি দিদি নম্বর ১ থেকেও ডাক পেয়ে ছিলেন। সেখানে গিয়ে রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে নানা মনের কথা, পরিকল্পনা ভাগ করে এসেছিলেন। এখন ভাবছেন আবার কী হল?
সদ্যই আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে এই নন্দিনী দিদির। তাঁর এক ভক্তই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি খুবই অসুস্থ। কোনও ভাবে মাথায় চোট পেয়েছেন বা কিছু হয়েছে। চোখের বাঁ পাশে একটা বড় ব্যান্ডেজ দেখা গেল। ওই অবস্থাতেও খাবার সার্ভ করছেন নন্দিনী।
পরনে একটি ছাই রঙের অফ শোল্ডার গেঞ্জি টপ। হাঁড়ি থেকে বাটিতে মাংস তুলছেন ক্রেতাদের জন্য। আর তখনই আচমকা তাঁর মাথা ঘুরে যায়। কোনও মতে নিজেকে সামলান নন্দিনী। পাশে থাকা বয়স্ক লোকটি তাঁকে সাহায্য করেন। তাঁর এই ভিডিয়ো দেখে কেউ যেমন জানতে চেয়েছেন কী হয়েছে তিনি কেমন আছেন, তেমনই কেউ কেউ মজা করেছেন।
আরও পড়ুন: ‘আমার জিনিসকে কেউ দেখবে না!’, ভাইরাল হওয়ায় রেগে গেছে প্রেমিক, দাবি নন্দিনীর
এক ব্যক্তি মশকরা করে লেখেন, ‘লাইফ তো এঁরাই কাটাচ্ছেন। আমরা তো আধার আর প্যান লিংক করাতে দুনিয়ায় এসেছি।’ আরেকজন লেখেন, ‘সায়ন্তিকা বা কোয়েল নয়, মহানায়ক সম্মান তো এঁর পাওয়া উচিত ছিল! কী নাটক জানে, বাবা রে!’ অন্য আরেক নেট নাগরিক লেখেন, ‘ক্যামেরা দেখলেই যাত্রা শুরু। লোকজনও এঁকে বেকার ফুটেজ দিয়ে যান।’
যদিও কেউ কেউ তাঁর সাহস এবং পরিশ্রমকে বাহবা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘ওঁর মতো পরিশ্রমী মহিলাকে স্যালুট জানাই।’
For all the latest entertainment News Click Here