ISL Player Transfer: মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শত্রু শিবিরে ম্যাকহিউ!
৪টি মরশুম কলকাতায় কাটানোর পরে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কার্ল ম্যাকহিউ। আইরিশ ফুটবলার যদিও আইএসএলের আঙিনা ছেড়ে যাচ্ছেন না। নতুন মরশুমে তাঁকে দেখা যেতে চলেছে এফসি গোয়ার জার্সিতে।
ম্যাকহিউ মৌখিক সম্মতির ভিত্তিতে মোহনবাগানের চুক্তি থেকে বেরিয়ে এসেছেন বলে খবর। অন্যদিকে গোয়া এমন একজন বিদেশি ফুটবলারের খোঁজে ছিল, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়া সত্ত্বেও প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকাও পালন করতে পারবেন। ম্যাকহিউ সেক্ষেত্রে গোয়ার চাহিদার সঙ্গে এক্কেবারে মানানসই।
দ্রুতই ম্যাকহিউয়ের সঙ্গে চুক্তি সেরে ফেলার পথে গোয়া। ম্যাকহিউ যোগ দিলে গোয়ার বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হবে। তারা ইতিমধ্যেই দলে নিয়েছে ভিক্টর রডরিগেজ, ওদেই, কার্লোস মার্টিনেজ, পাউলো রেত্রের মতো ফুটবলারদের।
ম্যাকহিউয়ের এফসি গোয়ায় যোগ দিতে চলার কথা স্বীকার করে এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘গোয়া একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে ছিল, যে দরকার পড়লে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারবে। ম্যাকহিউ সেই চাহিদা পূরণ করতে পারবে। ও ৪ বছর ভারতে রয়েছে। ওর বয়স সবে ৩০। এখনও ওর মধ্যে এখনও পর্যাপ্ত ফুটবল বাকি রয়েছে।’
আরও পড়ুন:- IND vs WI 1st ODI: বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে যাচ্ছিল পাশ দিয়ে, চকিতে একহাতে ক্যাচ ধরে নেন কোহলি- ভিডিয়ো
ম্যাকহিউ ২০১৯-২০ মরশুমে এটিকেতে যোগ দেন। টানা ৪টি মরশুম তিনি কলকাতার ক্লাবটির হয়ে আইএসএলে মাঠে নামেন। মোহনবাগানে থাকাকালীন ২ বার আইএল চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাকহিউ। গত মরশুমে মোহনবাগানের হয়ে ২২টি ম্যাচে মাঠে নামেন কার্ল। দলকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। নিজে ৩টি গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে।
৪টি মরশুম মিলিয়ে মোহনবাগানের হয়ে মোট ৬৬টি ম্যাচ খেলেন ম্যাকহিউ। এবার আইএসএলে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন আয়ারল্যান্ডের তারকা ফুটবলার। ম্যাকহিউয়ের পজিশনে মাঠে নামার মতো একাধিক ভারতীয় ফুটবলার রয়েছেন মোহনবাগানের স্কোয়াডে। সেই কারণেই চুক্ত ছিন্ন করা উভয় পক্ষের কাছেই যথাযথ মনে হয়েছে।
আরও পড়ুন:- IND vs WI: ওয়ান ডে ক্যাপ তুলে দেওয়া জাদেজার দুরন্ত ক্যাচেই প্রথম ODI উইকেট মুকেশের- ভিডিয়ো
অন্য একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ‘বাগানের একজন যথাযথ বিদেশি ডিফেন্ডার দরকার। ম্যাকহিউ চলে যাওয়ার ফলে ক্লাবের কাছে চাহিদা মতো নতুন ফুটবলার নিয়ে স্কোয়াডকে শক্তিশালী করার সুযোগ চলে আসে।’
উল্লেখ্য, মোহনবাগান এবছর বেছে বেছে ফুটবলার নিয়ে অত্যন্ত শক্তিশালী স্কোয়াড গড়েছে। তারা সই করিয়েছে অস্ট্রেলিয়ার জেসন কামিন্স, আলবেনিয়ার আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারকে। থাপা ও সাহালের মতো ঘরোয়া ফুটবলারকেও এবছর দলে নিয়েছে সবুজ-মেরুন শিবির।
For all the latest Sports News Click Here