ছেলের প্রাণ বাঁচাতে হাতুড়ি হাতে পাক সেনার সাথে লড়াই সানির! রইল ‘গদর ২’-এর ঝলক
অপেক্ষা শেষ। বুধবার কার্গিল বিজয় দিবসে প্রকাশ্যে এল সানি দেওল- অমিশা প্যাটেলের বহুচর্চিত ছবি ‘গদর ২’-এর ট্রেলার। ২২ বছর পর রুপোলি পর্দায় ফিরছে তারা আর সাকিনার প্রেম কথা! সানি দেওল এবং অমিশা প্য়াটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল পরিচালক অনিল শর্মার এই ফিল্ম। এবার ছবির সিকুয়েল নিয়ে ফিরছে জুটি। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার গদর ছবির ছোট্ট জিতে ওরফে চরণজিৎ-এর ভূমিকায় (তারা ও সিনার ছেলে) অভিনয় করা উৎকর্ষ শর্মাও থাকছেন এই ছবিতে। পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষ।
৩ মিনিটের এই ট্রেলার জুড়ে চেনা ভঙ্গিতে ধরা দিলেন ‘তারা সিং’ সানি দেওল। তাঁর ‘ঢাই কিলো’র হাতের ম্যাজিক, আর পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে একা লড়াইয়ের অসাধ্য সাধনের টুকরো ঝলক উঠে এল ছবির ট্রেলারে। সঙ্গে থাকল মারকাটারি সংলাপ। হ্যান্ডপাম্প উপরে ফেলবার ঝলক না দেখা গেলেও হ্য়ান্ডপাম্পের দিকে সানির কটমটে চাউনি দেখেই পরের দৃশ্য কল্পনা করে ফেলেছে ভক্তরা। অ্যাকশনে ঠাসা এই ট্রেলারের শুরুতে ধরা পড়ে ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর ঝলক। ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে উত্তপ্ত পাকিস্তানে পা দেবে তারা সিং। গদর ছবিতে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিল তারা, এবার পাক সেনার হাতে বন্দি ছেলেকে ঘরে ফেরাতে লাহোরে হাজির তারা।
পাক সেনার হাতে শিকল বন্দি জিতে। তার কারণ ট্রেলারে স্পষ্ট না হলেও, বারা মতোই প্রেমের টানেই সে দেশে হাজির সে, ইঙ্গিত তেমনই। মৃত্য়ুদণ্ডের সাজাপ্রাপ্ত জিতে জোর গলায় সেদেশের আর্মি জেনারেলকে বলে, ‘আমার বাপ এখানে এলে তোর এত টুকরো করবে গোটা পাকিস্তান গুনে শেষ করতে পারবে না’। চেনা মেজাজে সানি হাজির লাহোরে। সকিনাকে সে কথা দিয়েছে যে কোনও মূল্যে জিতেকে ফিরেয়ে আনবে। পাকিস্তানে পা দিয়েই হাতুড়ি দিয়ে একের পর সেনাকর্মীর মাথা গুঁড়িয়ে দিতে দেখা গেল সানিকে। এরপর পাক সেনাকে চ্যালেঞ্জ ছুড়ে তারা সিং জানায়- ‘এখানকার লোকজন সুযোগ পেলে ফের ভারতে গিয়েই বসবাস করবে, অর্ধেক পাকিস্তান খালি হয়ে যাবে। তোমার ভিক্ষার পাত্র নিয়ে ঘুরবে অথচ ভিক্ষা মিলবে না’।
প্রসঙ্গত,‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’ চালু হওয়ার পরের মাসেই শুরু হয় ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ। সেই আবহ ধরা পড়বে এই ছবিতে। বুধবার ছবির ট্রেলার লঞ্চে সানি, আমিশা, উৎকর্ষের পাশাপাশি দেখা মিলল সিমরত কৌর, শরিক প্যাটেলের। ছিলেন ছবির মিউজিক্যাল টিম মিথুন, অলকা ইয়াগনিক, জুবিন নটিয়াল, আদিত্য নারায়ণরা। গদর ছবির দুটি কালজয়ী গান, ‘ঘর আজা পরদেশি’ এবং ‘মেয় নিকলা গড্ডি লেকে’ নতুনভাবে সাজানো হয়েছে সিকুয়েলের জন্য। সানির কথায়, ‘আমি সকলকে আশ্বস্ত করছি গদর ২-তে থাকবে দ্বিগুণ অ্যাকশন, ইমোশন আর এন্টারটেনমেন্ট’। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here