ক্রপ টপে বেরিয়ে আছে নির্মেদ পেট! ‘ফালতু লাগছে’—ইমনকে দেখে কটূক্তি, এল পালটা জবাব
সারেগামাপা থেকে রক্তদান শিবির, কিংবা মুখের ব্রণ অথবা প্রাক্তন সম্পর্ক! সবকিছু নিয়েই আজকাল ট্রোলের শিকার হন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। বছর কয়েক ধরে ইমনের শরীর চর্চা নিয়েও কিছু লোকের নাক সিঁটকানির শেষ নেই। ট্রোলবাজদের বরাবরই কড়া ভাষায় জবাব দেন ইমন। মুখ বুজে কোনওকিছু সহ্য করার পাত্রী নন লিলুয়ার এই ভূমিকন্যা।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ইমন। সেখানে সাদা ক্রপ টপ আর ডেনিম জ্যাকেটে ধরা দিয়েছেন ‘টাপা টিনি’ গায়িকা। সঙ্গে ম্যাচিং জেগিংস। ক্রপ টপের ফাঁকে ধরা দিয়েছে ইমনের নির্মেদ পেট। গত কয়েক বছর ধরেই নিয়মিত যোগ-ব্য়ায়াম করেন ইমন, ফিটনেস নিয়ে সচেতনও করেন অনুরাগীদের। গত কয়েক বছরে নিজেকে বদলে ফেলেছেন ইমন, তার স্পষ্ট ঝলক ধরা পড়েছে এই ছবিতে। ইমনের এই স্লিম-ট্রিম চেহারা দেখে ফিদা অনেকেই। গুণমুগ্ধরা প্রশংসায় ভরিয়েছেন গায়িকাকে। তাঁর ট্রান্সফরমেশন তাক লাগাচ্ছে। তবে অভাব নেই ট্রোল আর্মির।
অনেকেই গায়িকা ইমনের এই বদলকে ভালো চোখে দেখছেন না। অভিষেক চট্টোপাধ্যায় নামের এক জনৈক বিদ্রুপ করে লেখেন, ‘এমন ছবির আশা করিনি । একদম ফালতু লাগছে।’ ট্রোলারকে কড়া ভাষায় ইমন জানিয়ে দেন, ‘দেখবেন না’। হ্যাঁ, ছবি যদি ‘ফালতু’ বলে মনে হয় তাহলে সেটা দেখবার দরকার নেই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সঙ্গীতশিল্পী। তবে ওই জনৈক একা নন, অনেকেই এক সুরে গলা মিলিয়ে লিখেছেন- ‘এমন ছবি দেওয়ার কী খুব দরকার?’ কেউ আবার উপদেশ বার্তা দিয়ে লেখেন- ‘গানে মন দিন, ফটোশ্যুট করে কী হবে?’
ট্রোলারদের মূর্খের দল বলেই মনে করেন ইমন। এর আগে ট্রোলারদের নিয়ে গায়িকা বলেছেন, ‘আমাকে মানসিক দিক থেকে ক্ষতি করার ক্ষমতা এদের কারুর নেই এই মুহূর্তে। আগামিদিনে হবে বলেও মনে হয় না। ফিজিক্যালি যতক্ষণ না আমি আহত হচ্ছি, আমি ঠিক আছি। এই হ্য়াসেল গুলো আমাকে প্রভাবিত করে না। যারা আলটপকা এসে কিছু একটা লিখে দিল তাদের নিয়ে আমি ভাবি না’।
ইমন সম্প্রতি নিজের ব্র্যান্ডের সঙ্গে একটি ফটোশ্য়ুট সেরেছেন, সেই ফটোশ্যুটের ফাঁকেই তোলা ইমনের এই বহুচর্তিত ছবি। ফটোশ্য়ুটে নীলাঞ্জনের সঙ্গে রোম্যান্টিক অবতারেও ধরা দিয়েছেন ইমন। মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে গায়িকার নতুন গান, ‘কবীরা’ গানের কভার ভার্সন গাইতে শোনা গিয়েছে ইমনকে।
For all the latest entertainment News Click Here