প্রচারই সার! পশ্চিমবঙ্গে সাড়া ফেলতে ব্যর্থ আফরান নিশোর ‘সুড়ঙ্গ’, ৫ দিনে আয় কত?
চোখ ধাঁধানো প্রচারপর্ব, মিডিয়ায় বিতর্কিত বয়ান, ওপারের চেয়ে এপারে বেশি হলে মুক্তি! সবই ফিকে গেল। বাংলাদেশে সাড়া জাগানো ছবি ‘সুড়ঙ্গ’ সাফল্যের আলো দেখলো না এপার বাংলায়। বখরি ইদে মুক্তি পেয়েছিল আফরান নিশোর ডেবিউ ছবি ‘সুড়ঙ্গ’। বাংলাদেশি নাটকের এই সফল হিরো দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় অভিষেক করেছেন, ওপারের দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছে মাসুদ আর ময়নার ‘সুড়ঙ্গ’কে। শাকিব খানের ‘প্রিয়তমা’র ঝড়ে মাঝেও আলাদাভাবে নজর কেড়েছে এই ছবি। অনেক আশা নিয়ে কলকাতায় গত শুক্রবার মুক্তি পেয়েছিল এই ছবি।
কিন্তু খাজনার চেয়ে বাজনা বেশি! ২১শে জুলাই ‘সুড়ঙ্গ’র মুক্তি উপলক্ষ্যে কলকাতার হাজির ছিলেন আফরান নিশো। কিন্তু রায়হান রাফির ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের ছবিটা একদম বদলে গেল এপারে। মুক্তির প্রথম পাঁচদিনে পশ্চিমবঙ্গে মাত্র ৮ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। যা-কে ভালো ব্যবসা বলে মানতে না-রাজ বিশেষজ্ঞরা। বক্স অফিস বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার বক্তব্য, ‘সুড়ঙ্গ দেখতে হলে ভিড় নেই’। টলিবাংলা বক্স অফিসের তরফেও জানানো হয়, পাঁচ দিনে ছবির আয় ৮ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গে এই ছবি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে এসভিএফ। তাই তাক লাগানো হল সংখ্যা পেয়েছে ‘সুড়ঙ্গ’। তবে দ্বিতীয় সপ্তাহে বলিউড ছবি ‘রকি অউর রানি’র দাপটে হুড়মুড়িয়ে কমবে সেই সংখ্যা। সঙ্গে রয়েছে দুই চর্চিত হলিউড ছবি ‘বার্বি’ ও ‘ওপেন হাইমার’-এর দাপট। ফলস্বরূপ আগামি সপ্তাহে বেশকিছু হল থেকে সরবে ‘সুড়ঙ্গ’। সুতরাং এ রাজ্য়ে ছবির কালেকশন দাঁড়াবে মেরেকেটে ১০ লক্ষ টাকা। সুতরাং নিশোর ছবি এ বাংলায় মুক্তি নিয়ে যতটা মাতামাতি ছিল তার সিকিভাগও পূরণ করতে পারেনি সুড়ঙ্গ। এখন প্রশ্ন হল কেন? আসলে প্যান-বাংলা ছবির ভাবনা এখনও অধরাই রয়ে গেছে। ‘সুড়ঙ্গ’, ‘হাওয়া’র মতো ছবি তাই কলকাতায় মুক্তি পেতেও তা সীমিত সংখ্য়ক দর্শকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।
প্রসঙ্গত, এই ছবিতে আফরান নিশোর বিপরীতে রয়েছেন তমা মির্জা। একদিকে যখন কলকাতায় ছবির ব্যবসা আশানুরূপ না হওয়ায় চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে, তখনই পাইরেসির কবলে পড়েছে এই ছবি। ছবির হল প্রিন্ট ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা ‘সুড়ঙ্গ’র ব্যবসায়িক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। শুরুতে বলা হচ্ছিল, কলকাতা থেকেই নাকি এই ছবির পাইরেসি হয়েছে। তবে সুড়ঙ্গর সম্পাদক সিমিত রায় অন্তর সাংবাদিকদের তিনি জানান, ছবিটি বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে। শুধু তাই নয়, ফাঁকা হলে বসে ছবিটি রেকর্ড করা হয়েছে বলে ধারণা টিম সুড়ঙ্গর। কারণ পাইরেটেড ভার্সনে দর্শকদের কোনওরকম রি-অ্যাকশন মেলেনি। সিমির রায় অন্তরের আশঙ্কা, ‘যে হল থেকে এই ছবিটি চুরি হলো সেটির সঙ্গে কর্তৃপক্ষ সরাসরি জড়িত। তা না হলে, ফাঁকা হলে পুরো সিনেমা চালিয়ে ভিডিয়ো রেকর্ড করা অসম্ভব।’
প্রসঙ্গত, শোনা যাচ্ছে খুব শীঘ্রই কলকাতায় মুক্তি পাবে শাকিব খানের ‘প্রিয়তমা’। এই ছবিতে শাকিবের নায়িকা কলকাতার মেয়ে ইধিকা পাল।
For all the latest entertainment News Click Here