IND vs WI 2nd Test Live: বৃষ্টি থেমেছে, তাড়াতাড়িই জানা যাবে খেলা শুরু হবে কখন
প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নেওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং করে কুইন্স পার্ক ওভালে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দিয়েছে। জয়ের লক্ষ্য ক্যারিবিয়ান দলের নাগালের মধ্যে থাকলেও ইতিমধ্যেই একজোড়া উইকেট হারিয়ে বসেছে তারা। অশ্বিন শেষ ইনিংসে রং ছড়াতে শুরু করেছেন। শেষ দিনে ভারতীয় স্পিনারদের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, তার উপর নির্ভর করছে ম্যাচের ফলাফল। যদিও ভারতের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির প্রভাব পড়েছে ম্যাচে। শেষ দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পোর্ট অফ স্পেনে। এখন দেখার যে বৃষ্টির ভ্রুকূটি উপেক্ষা করে ভারত জয় তুলে নিতে পারে কিনা।
আশার আলো পোর্ট অফ স্পেনে
বৃষ্টি থেমেছে। তুলে ফেলা হচ্ছে পিচের কভার। যদিও মাঠ খেলার উপযোগী করে তুলতে সময় লাগবে। তাড়াতাড়িই জানা যাবে শেষ দিনে খেলা শুরু হবে কখন।
ইতিমধ্যেই ২ ঘণ্টার খেলা নষ্ট
ইতিমধ্যেই শেষ দিনে ২ ঘণ্টার খেলা নষ্ট হয়েছে বৃষ্টিতে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে নির্ধারিত সময়ের আগেই নেওয়া হতে পারে লাঞ্চের বিরতি।
বৃষ্টি জারি, সময় কমছে ভারতের
বৃষ্টি জারি রয়েছে পোর্ট অফ স্পেনে। সময় কমছে ভারতের। পুনরায় খেলা শুরু করা গেলেও রোহিতরা শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করার পর্যাপ্ত সময় পাবেন কিনা সন্দেহ।
বৃষ্টিতে যথা সময়ে শুরু করা গেল না ম্যাচ
শেষ দিনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য যথা সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামলে ম্যাচ শুরু হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে সন্দেহ নেই।
শেষ দিনে দু’দলের টার্গেট
ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর জন্য শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও ২৮৯ রান। ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে ভারতের দরকার আরও ৮টি উইকেট।
চতুর্থ দিনের স্কোর
চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫৫ রানে। তারা সাকুল্যে ১১৫.৪ ওভার ব্যাট করে। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৬০ রানে ৫টি উইকেট নেন সিরাজ। ২টি করে উইকেট নেন মুকেশ ও জাদেজা। অশ্বিন দখল করেন ১টি উইকেট। ১৮৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তারা ২৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। রোহিত ৫৭, যশস্বী ৩৮, ইশান কিষান অপরাজিত ৫২ ও গিল অপরাজিত ২৯ রান করেন। জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা চতুর্থ দিনের শেষে ৩২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৬ রান তোলে। ব্রাথওয়েট ২৮ রানে আউট হন। চন্দ্রপল ২৪ ও ব্ল্যাকউড ২০ রানে নট-আউট থাকেন। ২টি উইকেটই নেন অশ্বিন।
তৃতীয় দিনের স্কোর
বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করে। ব্রাথওয়েট ৭৫, ম্যাকেঞ্জি ৩২, ব্ল্যাকউড ২০ ও জোশুয়া ১০ রানে আউট হন। আথানাজে ৩৭ ও হোল্ডার ১১ রানে নট-আউট থাকেন।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। ভারত সাকুল্যে ১২৮ ওভার ব্যাট করে। বিরাট কোহলি ১২১, রবীন্দ্র জাদেজা ৬১ ও রবিচন্দ্রন অশ্বিন ৫৬ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলে। ৩৩ রান করে আউট হন তেজনারায়ণ চন্দ্রপল।
প্রথম দিনের স্কোর
ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে। রোহিত শর্মা ৮০, যশস্বী জসওয়াল ৫৭, শুভমন গিল ১০ ও অজিঙ্কা রাহানে ৮ রানে আউট হন। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত থাকেন।
For all the latest Sports News Click Here