৩৫ বলে ৫০ রান! T20I মেজাজে টেস্টে খেললেন রোহিত-যশস্বী, রেকর্ড গড়লেন হিটম্যান
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি পোর্ট অফ স্পেনের কুইন্স পার্কে খেলা হচ্ছে। এই ম্যাচে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছে। জবাবে ক্যারিবিয়ান দল প্রথম ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায়। এইভাবে, প্রথম ইনিংসের ভিত্তিতে ১৮৩ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ভারতীয় দলের উদ্দেশ্য পরিষ্কার ছিল দ্রুত রান তোলা এবং যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় লক্ষ্য স্থির করা। অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল দলকে দারুণ একটা সূচনা দিয়েছিল। টেস্টে মাত্র ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন রোহিত শর্মা। শুধু তাই নয়, বিরাট কোহলিকে পিছনে ফেলে এখন ডব্লিউটিসি ইতিহাসে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোরার হয়েছেন রোহিত শর্মা।
এদিন যশস্বী ও রোহিতের পার্টনারশিপেও একটি রেকর্ড গড়ে উঠেছিল। মাত্র ৩৫ বলে এই জুটি ৫০ রান সংগ্রহ করেছিলেন। ১৩ বলে ২০ রান করেছিলেন যশস্বী এবং রোহিত করেছিলেন ২১ বলে ২৭ রানের ইনিংস। টেস্ট ক্রিকেটে দ্রুত গতির পার্টনারশিপ গড়ে তুলেছিলেন রোহিত ও যশস্বী।
টেস্ট ক্রিকেটে এটাই ছিল রোহিত শর্মার দ্রুততম ফিফটি। তিনি ১১.৫ ওভারে প্রথম উইকেটে তরুণ ব্যাটসম্যান যশস্বী জসওয়ালের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন। রোহিত ৪৪ বলে ৫৭ রান করেন। যার মধ্যে পাঁচটি চার ও তিনটি ছক্কা ছিল। এটি তাঁর নতুন সঙ্গী যশস্বীর সঙ্গে টানা তৃতীয়বার ৫০ প্লাস পার্টনারশিপও গড়ে ছিলেন। এর আগে দুইবারই দুজনেই ১০০ রানের বেশি পার্টনারশিপ গড়ে ছিলেন। এই জুটি এখনও পর্যন্ত ভারতের জন্য উজ্জ্বল প্রমাণিত হয়েছে। এই সিরিজে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোহিত শর্মা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজে রোহিত শর্মার রেকর্ড ভালো ছিল না। দুই ম্যাচের দুই ইনিংসে তিনি করেন মাত্র ৫০ রান। কিন্তু এই সফরে রোহিত শর্মা দুই ম্যাচের তিন ইনিংসে ২৪০ রান করেছেন। ডমিনিকাতে ১০৩ রানের দুর্দান্ত সেঞ্চুরি ইনিংস খেলেন তিনি। এরপর এখানে পোর্ট অফ স্পেনে প্রথম ৮০ রান করেন রোহিত। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করেন তিনি। এছাড়া টেস্ট ক্রিকেটে টানা ৩০ ইনিংসে দুই অঙ্কের স্কোর করার রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। এর আগে কোনও ব্যাটসম্যানই এমনটা করতে পারেননি।
৫৭ রানের এই ইনিংসটি দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোরার হয়েছেন রোহিত শর্মা। এর আগে শেষ ইনিংসে সেঞ্চুরি করে শীর্ষে উঠেছিলেন বিরাট কোহলি। আর এখন আবার এই অবস্থান ফিরে পেয়েছেন রোহিত শর্মা। এই মুহূর্তে যদিও, বিরাটের ব্যাটিং এখনও আসেনি এবং তিনি পিছিয়ে নেই। WTC ইতিহাসে ভারতের হয়ে ২৫ ম্যাচের ৪১ ইনিংসে ২০৯২ রান করেছেন রোহিত। যেখানে ৩৪ ম্যাচের ৫৬ ইনিংসে বিরাটের সংগ্রহ ২০৬৩ রান।
For all the latest Sports News Click Here