শুক্র মধ্যরাতে শহরে অজি বিশ্বকাপার, এলেন ফেরান্দো, বৌমাস, সকলকে চমকে এলেন পোগবাও
মোহনবাগানে সজোরে বেজে গেল নতুন মরশুমের ঢাক! শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে পৌঁছে গেল দলের কোচ থেকে শুরু করে তারকা ফুটবলাররা। জুয়ান ফেরান্দো থেকে শুরু করে জেসন কামিন্স, হুগো বৌমাস চলে এলেন শহরে। সকলকে অবাক করে দিয়ে এলেন ফ্লোরেন্তিন পোগবাও। শনিবার থেকেই অনুশীলন শুরু করছে মোহনবাগানের সিনিয়র টিম। ভরা সংসার নিয়েই ফেরান্দো অনুশীলনে নামবেন।
মোহনবাগান সমর্থকরা তাঁর পথ চেয়ে বসেছিলেন। কবে কলকাতায় আসবেন, কবে সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন জেসন কামিন্স! অবশেষে শুক্রবার দোহা হয়ে মাঝরাত ২.১৫-তে দমদম বিমানবন্দরে নামলেন কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে গোলের ফুলঝুরি ছুটিয়েছেন কামিন্স। এবার মোহনবাগান সমর্থকদের মন জিতে নেওয়ার পালা!
স্বপ্নের ফেরিওয়ালাকে দেখতে মধ্যরাতেও বিমানবন্দর চত্বরে ভিড় জমিয়েছিল মোহনবাগান সমর্থকরা। সঙ্গে বিশাল ব্যানার, সবুজ মেরুন পতাকা, উত্তরীয় এবং ফুলের স্তবক। মোহনবাগানের থিম সং গাওয়ার পাশাপাশি চলে ‘জয় মোহনবাগান’ ধ্বনি। বাগান সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা-স্লোগান শুনে কামিন্স বুঝে গেলেন, মাঠে নামলে এই সমর্থকদের শব্দব্রহ্মই তাঁকে উদ্দীপ্ত করবে। সবুজ মেরুন উত্তরীয়, ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয় কামিন্স এবং তাঁর বান্ধবীকে। দীর্ঘ যাত্রার ক্লান্তির মধ্যেই হাসিমুখে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন কাতার বিশ্বকাপে খেলা তারকা।
আরও পড়ুন: কুয়াদ্রাতের পরামর্শে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ২ মিডফিল্ডারকে সই করাল ইস্টবেঙ্গল
সবুজ-মেরুনের সঙ্গে তিন বছরের চুক্তি কামিন্সের। ‘এ’ লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন করেছেন তাঁর দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে। অস্ট্রেলিয়ার এই ক্লাবের জার্সিতে গত মরশুমে ৪৯ ম্যাচে করেছেন ৩০ গোল। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ম্যাচে এক গোল করেছেন কামিন্স। স্কটিশ কাপে পরপর তিনটি তিনটি মরশুমে ২০টিরও বেশি গোল করে টানা তিন বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দুর্লভ রেকর্ড রয়েছে কামিন্সের।
শনিবার থেকে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিচ্ছে মোহনবাগান। প্রথম তিন দিন মেডিক্যাল টেস্ট, জিম এবং ফিটনেস টেস্টের জন্য রাখা হয়েছে। ২২ থেকে ২৪ ‘ক্লোজড ডোর’-এ হবে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা। শনিবারই মেডিক্যাল টেস্ট হওয়ার কথা কামিন্সের।
আরও পড়ুন: ৫ বছর পর FIFA Ranking-এ একশোর মধ্যে প্রবেশ করল ভারত, সুবিধে পাবে WC কোয়ালিফায়ারে
বাগানের অনুশীলন শুরু হওয়ার দিন সকালেই দলের কোচ জুয়ান ফেরান্দো এবং হুগো বৌমাসও চলে এসেছেন শহরে। প্যারিস থেকে দোহা হয়ে কলকাতায় এলেন হুগো। শহরে এসেই জানিয়ে দিলেন, তিনি সবুজ-মেরুনকে আরও ট্রফি দিতে মুখিয়ে রয়েছেন। হুগো বলেন, ‘নতুন মরশুম শুরুর জন্য উদগ্রীব হয়ে রয়েছি। এবং সমর্থকদের আরও ট্রফি দিতে চাই। আমি নিজের সেরাটা দিয়ে এএফসি কাপ শিরোপা পেতে মরিয়া।’
তবে সকলকে অবাক করে দিয়েছেন ফ্লোরেন্তিন পোগবা। জেসন কামিন্সের জন্য অপেক্ষা করার সময়েই বাগান সমর্থকদের অবাক করে দিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে আসেন পোগবা। বিশ্বখ্যাত ফরাসি ফুটবলার পল পোগবার দাদাকে গত মরশুমে বেশ চমক দিয়েই সই করিয়েছিল মোহনবাগান। গত মরশুমে তাঁকে সই করানো হলেও, চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি। এবং যেকটি ম্যাচ খেলেছিলেন আহামরি কিছু করতে পারেননি। পরে তাঁর অস্ত্রোপচার হয়। পল পোগবার দাদাকে গত বার ছেড়ে দেওয়া হয়েছিল। আবার তাকে কেন নিয়ে আসা হল, সেটাই প্রশ্ন। সূত্রের খবর, আপাতত দলের সঙ্গে অনুশীলন করবেন পোগবা। তাঁর ফিটনেস এবং খেলায় ফেরান্দো-আন্তোনিও হাবাস সন্তুষ্ট হলে সই করানো হবে।
For all the latest Sports News Click Here