শাশুড়ির সামনেই দীপিকাকে চুমু রণবীরের, অদ্ভুত আবদার করে বিপাকে ফেললেন আলিয়াকে
বলি পাড়ার স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা তাঁর নজরকাড়া পোশাক ডিজাইনের জন্য পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইতে একটি জমকালো ব্রাইডাল কোর্টিয়ার শো হোস্ট করেছেন তিনি।
মণীশ মালহোত্রার সদ্য লঞ্চ হওয়া ব্রাইডাল কালেকশনের হয়ে ফ্যাশন শোয়ে এদিন সবার নজর কাড়লেন আলিয়া এবং রণবীর। রকি অউর রানি কি প্রেম কাহানি ছড়িয়ে পড়ল ফ্যাশনের মঞ্চেও। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীরের স্ত্রী দীপিকা সহ তাঁর মা অঞ্জু ভবানী, করণ জোহর, প্রমুখ।
এদিন দীপিকা একটি সাদা রঙের শাড়ি পরে এসেছিলেন। সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ। তিনি তাঁর মায়ের সঙ্গে অডিয়েন্সে বসেছিলেন। রণবীর এদিন রাম্পে আসেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর চেনা হাসি ছড়িয়ে দেন। প্রণাম জানান। এরপর তিনি চলতে চলতেই হঠাৎই দীপিকার দিকে ঘুরে যান, এবং তাঁর কাছে গিয়ে তাঁকে চুমু খান। স্ত্রীকে ভরা মঞ্চে, এমনকি শাশুড়ির সামনে চুমু খাওয়ার পর অঞ্জুকে প্রণাম করেন অভিনেতা। এরপর পাশে বসা করণের সঙ্গেও হাত মেলান তিনি। পরবর্তীতে তাঁকে মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়।
এদিন আলিয়া একটি কালো এবং সিলভার লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে ছিল লম্বা ওড়না এবং ম্যাচিং গয়না। রণবীর সিংয়ের পরনে ছিল শেরওয়ানি এবং শিমারি জ্যাকেট। তাঁরা দুজনই একত্রে রাম্পে হাঁটেন হাসতে হাসতে। পোজ দেন। তাঁদের সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও। এদিনের শোয়ের শো স্টপার ছিলেন তাঁরাই।
শোয়ের মাঝখানেই চলে রণবীর আলিয়া থুড়ি রকি আর রানির খুনসুটি। ছবি মুক্তির আগে তাঁরা একত্রে যে নজর কাড়লেন এদিন সেটা বলাই যায়।
দীপিকা, করণ ছাড়াও এদিনের অনুষ্ঠানে কাজল, তাঁর বোন তানিশা মুখোপাধ্যায়, জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, প্রমুখ।
For all the latest entertainment News Click Here