শ্রীলঙ্কাকে হারিয়ে WTC Points Table-এ ভারতের সঙ্গে মগডালে বাবরের পাকিস্তান
গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে এক বছরে পাকিস্তানের এটা প্রথম জয়। সেই সঙ্গে পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৩-২৫ চক্রে একশো শতাংশ জয়ের রেকর্ড করে পয়েন্ট টেবলে ভারতের ঘাড়ে চড়ে বসল।
একই পয়েন্ট এবং একই রেশিও অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের ভারতের সঙ্গেই মগডালে রয়েছে পাকিস্তানও। এই দুই দেশের পর রয়েছে অস্ট্রেলিয়া (৬১.১১%)। বৃহস্পতিবার (২০ জুলাই) প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে তারা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) তৃতীয় চক্রে নিজেদের খাতা খুলেছে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে মাত্র দু’দিনের গ্যাপ পাচ্ছি- Asia Cup-এর সূচি নিয়ে চটে লাল প্রাক্তন পাক অধিনায়ক
১৩১ রানের লক্ষ্য নিয়ে ব্য়াট করতে নেমে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে সেই রান তোলে। শ্রীলঙ্কা যদি আরও একটু বেশি রান করতে পারত, তবে কিন্তু চাপে পড়ত পাকিস্তান। পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বুধবারই তিন উইকেট হারিয়ে বসেছিল। বৃহস্পতিবার তাদের আরও ৩ উইকেট পড়ে যায়। বুধবারের ২ উইকেটের পর প্রবাথ জয়সূর্য এদিনও আরও ২ উইকেট নেন। কিন্তু রানের লক্ষ্য এতটাই কম ছিল যে, শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার জয়ের জন্য প্রয়োজনীয় ৮৩ রান মধ্যাহ্নভোজের বিরতির আগেই তুলে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কা হারিয়ে এক বছর পরে টেস্ট জিতলেন বাবর আজমরা। শেষ বার ২০২২ সালের ২০ জুলাই জিতেছিল তারা।
আরও পড়ুন: ICC Test Ranking-এ অশ্বিনের দাপট চলছে, দশের মধ্যে ঢুকে পড়লেন রোহিত, কোহলি কোথায়?
ম্যাচ জয়ের পর বাবর আজম বলেছেন, ‘ম্যাচ জিতলে যে কোনও দলেরই আত্মবিশ্বাস বাড়ে। তরুণ ক্রিকেটারদেরই যাবতীয় কৃতিত্ব প্রাপ্য। প্রথম ইনিংসে শুরুতেই আমরা কয়েকটা উইকেট হারিয়েছিলাম। কিন্তু সাউদ এবং আগা যে ভাবে খেলল তাতে ম্যাচের পরিস্থিতিটাই বদলে গেল। এই ধরনের জুটিই টেস্ট ম্যাচে দরকার। গলের মতো মাঠে খেলা সহজ নয়। তা সত্ত্বেও সাউদ যে ভাবে খেলেছে তা অসাধারণ। চাই পরের ম্যাচেও ভালো খেলুক।’
২০২৩-২৫ চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:
১) ভারত: ম্যাচ- ১, জয়- ১, পরাজয়- ০, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ১২, জয়ের শতাংশ হার- ১০০
২) পাকিস্তান: ম্যাচ- ১, জয়- ১, পরাজয়- ০, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ১২, জয়ের শতাংশ হার- ১০০
৩) অস্ট্রেলিয়া: ম্যাচ- ৩, জয়- ২, পরাজয়- ১, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ২২, জয়ের শতাংশ হার- ৬১.১১
৪) ইংল্যান্ড: ম্যাচ- ৩, জয়- ১, পরাজয়- ২, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ১০, জয়ের শতাংশ হার- ২৭.৭৮
৫) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ- ১, জয়- ০, পরাজয়- ১, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ০, জয়ের শতাংশ হার- ০
৬) শ্রীলঙ্কা: ম্যাচ- ১, জয়- ০, পরাজয়- ১, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ০, জয়ের শতাংশ হার- ০
৭) বাংলাদেশ: ম্যাচ- ০, জয়- ০, পরাজয়- ০, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ০, জয়ের শতাংশ হার- ০
৮) নিউজিল্যান্ড: ম্যাচ- ০, জয়- ০, পরাজয়- ০, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ০, জয়ের শতাংশ হার- ০
৯) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ- ০, জয়- ০, পরাজয়- ০, ড্র- ০, নেটরানরেট- ০, পয়েন্ট- ০, জয়ের শতাংশ হার- ০
For all the latest Sports News Click Here