শোয়েব ফ্লোরেই ছিলেন, শ্যুটিং চলছিল! হঠাৎই ঢুকে পড়ল চিতা, তারপর? দেখুন…
সবে মাত্র বাবা হয়েছেন। দু’দিন আগেই ছেলে কোলে বাড়ি ফিরেছেন অভিনেতা শোয়েব ইব্রাহিম। একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে শ্যুটিংয়ে ফিরতেই বিপত্তি। শ্যুটিংয়ে এসে রবিবার চিতার মুখে পড়েন শোয়েব। CCTV- ক্যামেরায় ধরা পড়েছে শ্যুটিং ফ্লোরে চিতার হানার সেই ভিডিয়ো।
ঘটনাস্থল মুম্বইয়ে গোরেগাঁও ফিল্ম সিটি। ‘আর্জুনি’ সিরিয়ার শ্যুটিং চলছিল। ফ্লোরে কেউ তখন ক্যামেরা, সহ অন্যান্য সরঞ্জাম রেডি করতে ব্যস্ত, অভিনেতা অভিনেত্রীরা মেকআপ ভ্যানে মেকআপ করছিলেন। হঠাৎই শ্য়ুটিং ফ্লোরে শুরু হল শোরগোল। দেখা গেল শ্যুটিং ফ্লোরে ঢুকে একটা কুকুরের উপর হামলা করেছে চিতা। প্রায় ২০০ লোকের সামনেই ঘটল এমন ঘটনা। সেটের CCTV-তে সেই দৃশ্য ধরাও পড়েছে। সেসময় সেটেই ছিলেন অভিনেতা শোয়েব ইব্রাহিম। যদিও ঘটনায় কোনও ব্যক্তির হতাহতের খবর মেলেনি। সোশ্যাল মিডিয়া এবং সংবাদ সংস্থা ANI-তে সেই খবর উঠে এসেছে।
আরও পড়ুন-সত্যজিৎ রায়ের ‘নায়ক’-এর রিমেক? উত্তম কুমারের ভূমিকায় দেব!
আরও পড়ুন-‘আমি মরিনি, গুলিতে ঝাঁঝরা হয়নি!’ মৃত্যুর খবরে বলছেন গায়িকা হাসিবা নুরি
এদিকে কয়েকদিন আগেই ‘আর্জুনি’ সিরিয়ালটি ছাড়ার কথা জানিয়েছিলেন শোয়েব। পরে অবশ্য তিনি নিজের সিদ্ধান্ত বদলান। প্রসঙ্গত, মুম্বই ফিল্ম সিটিতে বন্যপ্রাণীদের হামলার ঘটনা নতুন নয়। নিত্যদিনই নাকি এমন কোনও না কোনও ঘটনা ঘটে। সম্প্রতি ‘গুম হ্যায় কিসিকি প্যায়র মে’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সেটে ঢুকে পড়েছিল পাইথন। সেই ভয়ানক অভিজ্ঞতা সকলকে জানিয়েছিলেন বছর ৩৭-এর অভিনেতা শক্তি অরোরা। জানিয়েছিলেন, ঘটনার পর বনকর্মীদের খবর দিলে তাঁরা অজগরটি উদ্ধার করেছিলেন।
শক্তি অরোরা জানিয়েছিলেন অজগর ঢোকার কয়েকদিন আগেই তাঁদের সেটেও চিতা ঢুকেছিল। সৌভাগ্যক্রমে, তাঁরা অবশ্য তখন ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু সেটের ক্যামেরায় ওই দৃশ্য বন্দি হয়। শক্তি অরোরা জানান, ওরা আসলে কুকুর, বানর শিকার করতে আসে।
শক্তি অরোরা কথায়, বনকর্নীরা জানিয়েছেন, তাঁরা যদি ভয় না পান, উত্তেজিত না হন, তাহলে চিতা নাকি তাঁদের কিছুই করবে না। যাইহোক, এবার শক্তির মতোই অভিজ্ঞতা হল নতুন বাবা শোয়েব ইব্রাহিমের।
For all the latest entertainment News Click Here