৪০ বছরে ‘অক্টোপুসি’! শ্যুটিংয়ে যা এক কাণ্ড হয়েছিল, এখনও মনে আছে কবীর বেদীর
প্রয়াত ইরফান খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার আগে একজন ভারতীয় অভিনেতা যিনি হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আর কেউ নন কবীর বেদী। প্রবীণ অভিনেতা ১৯৭৬ সালে ছয় পর্বের ইতালীয় টেলিভিশন সিরিজ ‘স্যান্ডোকান’-এ জলদস্যুর চরিত্রে অভিনয় করেছিলেন। এমনকি একাধিক আমেরিকান টেলিভিশন শোতেও কাজ করেছেন কবীর বেদী।
১৯৮৩ সালে স্পাই থ্রিলার ছবি ‘অক্টোপুসি’-তে খলনায়ক গোবিন্দ-এর চরিত্রে অভিনয় করেছিলেন কবীর বেদী। ছবিতে প্রচুর প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এটি জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির তেরোতম ছবি। MI6 এজেন্ট জেমস বন্ডের চরিত্রে রজার মুর অভিনীত ছবির পরিচালকের আসনে ছিলেন জন গ্লেন। মনসুন প্যালেস, লেক প্যালেস, জগ মন্দির এবং শিব নিবাস প্রাসাদ সহ উদয়পুরের বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং হয়েছিল এই ছবির। আরও পড়ুন: বিচ্ছেদের গুজবে জল ঢাললেন? পারিবারিক ছবি শেয়ার করে কী লিখলেন অজয়
এই বছরের জুনে মুক্তির ৪০ বছর পূর্ণ করেছে ‘অক্টোপুসি’। ১৭ জুলাই, সোমবার টুইটে ছবির বেশ কিছু থ্রোব্যাক ঝলক শেয়ার করে ‘রোমাঞ্চকর অভিজ্ঞতা’র কথা স্মরণ করেছেন অভিনেতা। তিনি লেখেন, ‘বয়স ৪০ হল অক্টোপুসির। আমার এগুলি সব পরিষ্কার মনে আছে। খলনায়ক গোবিন্দের চরিত্রে অভিনয় করা এবং ভারতে আমাদের শ্য়ুটিংয়ের সেরা অংশটি উপভোগ করেছি। জেমস বন্ডে কাস্ট করা প্রথম ভারতীয় অভিনেতা আমি। উদয়পুরের লেক প্যালেসে শ্যুটিং করা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। অসাধারণ স্মতিগুলি। এই ভূমিকা এবং এর থেকে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ’।
হলিউডে কাজ করার সুবাদে বিশ্বের দরবারেও কবীরের অন্য পরিচিতি। যে সময় তিনি হলিউডে কাজ করছেন, ব্যক্তি জীবনে বাবা বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। এ নিয়ে সাক্ষাৎকারে মুখও খুলেছিলেন তিনি। বলেছিলেন, ‘হলিউডে কাজ করার সময় আমার এমন কিছু অভিজ্ঞতা হয় যাতে অত্যন্ত মানসিক আঘাত পাই। আমার ছেলে আত্মহত্যা করে। সে সময় আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছিলাম। একজন সেলেব্রিটির দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত অপমানজনক। কিন্তু বাঁচানোর উপায় খুঁজতে হয়েছিল। আমি তো সারা জীবন ধরেই নিজেকে আবিষ্কার করে গিয়েছি’।
১৯৮৩-তে বন্ডের ছবি Octopussy-তে অভিনয় করেন কবীর। বন্ড পরিবারের অংশ হয়ে যাওয়া যথেষ্ট গর্বের। বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয়ের খাতিরে তাঁর স্বদেশে অনুরাগীর সংখ্যা কম নয়। ‘স্টোরিস আই মাস্ট টেল’ নিজের আত্মজীবনীতে পেশাদার ও ব্যক্তিগত জীবনের নানান অধ্যায় তুলে ধরেছেন কবীর বেদী।
For all the latest entertainment News Click Here