বিচ্ছেদের পুরোটাই গুজব? পারিবারিক ছবি শেয়ার করে কী লিখলেন অজয়
অজয় দেবগন এবং কাজলের বিবাহবিচ্ছেদের খবরে সম্প্রতি সরগরম ছিল বলিউড। যদিও সমস্ত গুজব উড়িয়ে সুখী পারিবারিক ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ‘দৃশ্যম’ অভিনেতা। স্ত্রী কাজল এবং দুই সন্তানকে নিয়ে একটি আউটিংয়ের ছবি শেয়ার করেছেন অজয়। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি রি-পোস্ট করেছেন কাজল।
ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে অজয় লিখেছেন, ‘এঁদের সঙ্গে সময় কাটানোর চেয়ে পবিত্র আর কিছুই নেই’, সঙ্গে জুড়ে দিয়েছেন আলিঙ্গন করা মুখের ইমোজি। ছবিতে দেখা যাচ্ছে কাজল অজয়ের কাঁধে হাত দিয়ে একটি রেস্তোরাঁয় পোজ দিচ্ছেন। সেলফিতে তাদের মেয়ে নাইসা দেবগন এবং ছেলে যুগও রয়েছে।
কাজল তার ইনস্টাগ্রাম স্টোরিতে অজয়ের পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমি সমর্থন করি… স্মৃতিগুলি তুলে রাখা দরকার…’। আরও পড়ুন: উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ! শুভেচ্ছা জানালেন কোন কোন বলি আর হলি তারকা
উল্লেখ্য, কিছু দিন আগেই ইনস্টাগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজের সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন কাজল, নিজেই ঘোষণা করেছিলেন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এরপর অবশ্য বোঝা যায় এই চমক ছিল তাঁর নতুন ছবি ‘দ্য ট্রায়াল’-এর প্রচার কৌশল। যদিও এই পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন তৈরি হয়েছিল। আলোচনায় চলে আসে অভিনেত্রীর ব্যক্তিজীবন।
ওটিটিতে ওয়েব সিরিজে ডেবিউ করেছেন কাজল। ‘ট্রায়ালে’ তাঁকে দেখা গিয়েছে একজন আইনজীবী, একজন স্ত্রী ও এক মায়ের চরিত্রে। ট্রায়ালে কাজল তাঁর দীর্ঘ ২৮ বছরের একটি শর্ত ভেঙেছেন। বিগত প্রায় তিন দশক ধরে তিনি কোনও সহ অভিনেতার ঠোঁটে ঠোঁট রাখেননি। সেই শর্ত ভেঙে পর্দায় সহ অভিনেতাকে কিস করেছেন।
বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গেও কখনও অন্তরঙ্গ চুম্বন করতে দেখা যায়নি কাজলকে৷ কিন্তু প্রথমবার ওটিটি-তে পা রেখেই পুরো অন্য রূপ দেখালেন নায়িকা। মুহূর্তের মধ্যে যেন আরও বেশি সাহসী হয়ে উঠলেন তিনি। ওয়েব সিরিজে অভিনেতা আলি খানকে দেখা যায় কাজলের প্রাক্তনের চরিত্রে। পর্দায় তাঁর ঠোঁটে ঠোঁট রেখেছেন অভিনেত্রী। শুধু আলিই নয়, ট্রায়ালে কাজল তাঁর অনস্ক্রিন স্বামী যিশু সেনগুপ্তর সঙ্গেও ফ্রেঞ্চ কিস করেছেন ছয় নম্বর এপিসোডে। সেই কিস থেকেই ফের যিশু ও কাজলের সম্পর্কে হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসে।
For all the latest entertainment News Click Here