একশো কোটি ভারতীয় চান আমরা এশিয়ান গেমস খেলি- মোদীকে চিঠি ভারতীয় কোচ স্টিমাচের
Indian men’s football team: কয়েকদিন আগেই জানা গিয়েছিল নিয়মের কারণে ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমসে অংশ নিতে পারবে না। এরপরেই ভারতের ফুটবল ভক্তরা হতাশায় ডুবে গিয়েছিলেন। কারণ এই নিয়ে পরপর দুবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না ভারতীয় ফুটবল। এরপরেই দেশের প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানালেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ভারতীয় ফুটবল দলের কোচ। তিনি মোদীকে অনুরোধ করেছেন যাতে ব্যক্তিগতভাবে ব্যাপারটি ভেবে বিচার করেন।
এই সুযোগকে হারাতে চান না সুনীল ছেত্রীদের কোচ। ইগর স্টিমাচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা দিয়েছেন যদি সরকার তাদের এশিয়ান গেমসে যাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে ভারতীয় ফুটবল দল দেশকে গর্বিত করবে। চিনের মাটিতে তারা সফল হয়ে ফিরবে। স্টিমাচ জানিয়েছেন এই ভারত কাউকে ভয় পায় না। প্রত্যেকটা ছেলে নিজেদের প্রমাণ করতে তৈরি। শুধু প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী যদি ভারতীয় ফুটবল দলকে সাহায্য করেন এবং এশিয়ান গেমসে খেলার সুযোগ করে দেয় তাহলে এক নতুন ভারতীয় ফুটবল দলের উত্থান দেখবে গোটা দেশ তথা গোটা বিশ্ব।
আসলে এশিয়ান গেমসে যাওয়ার পথে ভারীয় দলের বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাদের কথা অনুযায়ী এশিয়ার প্রথম আটটি দলের মধ্যে থাকলে তবেই নাকি এশিয়ান গেমসে খেলার সুযোগ পেত ভারতীয় ফুটবল। এশিয়ায় ভারতের অবস্থান ১৮ নম্বরে। সেই কারণে ফুটবল দলকে খরচ করে এশিয়ান গেমসে চিনে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে স্টিমাচ জানিয়েছেন তাঁর দলের ছেলেরা এশিয়ান গেমসে অংশগ্রহণ করার জন্য মানসিক এবং শারীরিক দিক থেকে তৈরি।
যদি প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছ থেকে সাহায্য চেয়েছেন। যদি ইগর স্টিমাচের এই আবদার প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী মেনে নেন তাহলে এশিয়ান গেমসে যাওয়ার ক্ষেত্রে তাহলে ভারতীয় ফুটবলের জন্য এটা বিরাট সুযোগ আসতে পারে। আসলে পরের বছর ভারত এশিয়ান কাপ খেলবে। তার আগে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারলে বিভিন্ন উঁচু মানের দলের সঙ্গে খেলে নিজেদের শক্তিকে পরীক্ষা করে নিত পারত ভারত। এছাড়াও ভারতীয় দল যেভাবে ফর্মে রয়েছে তাতে এশিয়ান কাপেও ভালো ফলের আশা করছেন ইগর স্টিমাচ। এই টুর্নামেন্টে ভালো ফল করলে যে ভারতীয় দল অনেকটা উপরে দিকে উঠে আবে সেটা বিশ্বাস করেন স্টিমাচ।
For all the latest Sports News Click Here