EB vs WBP, CFL Live: দলে পাঁচটি পরিবর্তন করেছে, পারবে জিততে?
সিনিয়র দল হোক বা রিজার্ভ- গত মরশুমে গোল করার লোক না থাকায় বারবার ভুগেছে ইস্টবেঙ্গল। এবারও কলকাতা লিগে রেনবো এসির বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। গোল করার লোকের অভাব ছিল স্পষ্ট। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে কী তারা পারবে ঘুরে দাঁড়াতে? এই ম্যাচ না জিতলে কপালে বড় দুঃখ আছে লাল-হলুদের।
খেলা শুরু
ইস্টবেঙ্গল-পুলিশের মধ্যে ম্যাচ শুরু। পারবে কি লাল-হলুদ আজ জয়ে ফিরতে?
ইস্টবেঙ্গলের একাদশ
দলে পাঁচটি পরিবর্তন করেছে ইস্টবেঙ্গল। আদিত্য, অতুল, তুহিন, তন্ময় এবং সঞ্জীবের জায়গায় নিশাদ, বুনান্দো, নিরঞ্জন, দীপ এবং আমান।
প্রথম একাদশে পরিবর্তন
সোমবার দুপুরে নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের সামনে পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রুপের অন্যতম সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগেও স্বস্তি নেই লাল-হলুদ শিবিরে। পুলিশের বিরুদ্ধে প্রথম একাদশে একধিক বদল করতে পারে ইস্টবেঙ্গল। মহম্মদ নিশাদ, বুনান্দো সিং, নিরঞ্জন মণ্ডল, দীপ সাহাদের দলে দেখার সম্ভবনা প্রবল। সার্থক গোলুই খেলবেন সেন্টার ব্যাক হিসাবে। কোচ বিনো জর্জ ভরসা রাখছেন এই দলের উপর। বলে গেলেন, ‘সবাই নতুন ছেলে। সেট হতে একটু সময় লাগবে। একটা ম্যাচ জিতলেই ছেলেরা আত্মবিশ্বাস ফিরে পাবে। আশা করছি কালই সেটা হবে।’
গোল করার লোকের অভাব
সিনিয়র দল হোক বা রিজার্ভ গত মরশুমে গোল করার লোক না থাকায় বারবার ভুগেছে ইস্টবেঙ্গল। এবারও কলকাতা লিগে রেনবো এসির বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচেও কি সেই সমস্যা মিটবে ইস্টবেঙ্গলের? রবিবাসরীয় বিকালে লাল-হলুদের অনুশীলন দেখে তা নিয়ে আশাবাদী হওয়ার উপায় নেই। জেসিন টিকে অসুস্থ, মহম্মদ রোশেলের চোট। তাঁরা এখনই মাঠে ফিরছেন না। এই অবস্থায় গোলের জন্য কোচ বিনো জর্জের বাজি মহম্মদ নিয়াস। প্রথম ম্যাচে একাই খান চারেক সুযোগ নষ্ট করেছেন তিনি। এদিন হাওড়া স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে গোল করার জন্য বিশেষভাবে প্র্যাকটিস চালিয়ে গেলেন এই দীর্ঘদেহী স্ট্রাইকার। সতীর্থ নসিব রহমান, রূপম রায়রা একের পর এক বল সাজিয়ে দিলেন নিয়াসকে। হাতে গোনা কয়েকটা বলই গোলে রাখতে পারলেন তিনি। বাইরে গেল শট, নয়তো কাছে পৌঁছতে পারলেন না নিয়াস।
For all the latest Sports News Click Here