ফের উৎপাত চালালেন সেই অশ্বিন, ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হার উইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজের উৎসবমুখর পরিবেশে ক্রিকেট খেলতে যায় সবাই, তবে ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট খেলতে গেলেই বিব্রত হতে হয় হোম টিমকে। সেদিক থেকে টিম ইন্ডিয়ার মতো উৎপেতে দল ওয়েস্ট ইন্ডিজের কাছে আর দ্বিতীয় নেই।
এমনিতে গত দুই দশকে ভারতের বিরুদ্ধে কোনও সিরিজ জেতা তো দূরের কথা, একটি টেস্টও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০২ সালে শেষবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ক্যারিবিয়ান দল। তার পর থেকে ঘরে-বাইরে ২৪টি টেস্টে ভারতের বিরুদ্ধে মাঠে নামে তারা, যার মধ্যে ৯টি টেস্ট ড্র করলেও জয় অধরা ওয়েস্ট ইন্ডিজের।
এর আগের টানা ৮টি টেস্ট সিরিজে ভারতের কাছে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। নয় নম্বর সিরিজেও তারা ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। অর্থাৎ, গত ২১ বছরে ২৪টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপরাজিত রয়েছে ভারতীয় দল।
একের পর এক টেস্টে শুধু হারানোই নয়, বরং ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হেনস্থা করতেও ভারতের জুড়ি মেলা ভার। ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হেরেছে ভারতের কাছেই। সদ্য সমাপ্ত ডমিনিকা টেস্টটিই ওয়েস্ট ইন্ডিজের লাঞ্ছিত হওয়ার নতুন রেকর্ড।
আরও পড়ুন:- IND vs WI: ডমিনিকায় এরাপল্লি প্রসন্নর ৪৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অশ্বিন, বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে
এবার ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে পরাজিত করে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে টেস্টে এত বড় ব্যবধানে হারাতে পারেনি আর কোনও দল। যদিও এর আগের রেকর্ডটিও ছিল ভারতের নামেই। ২০১৬ সালে নর্থ সাউন্ডে ভারত ১ ইনিংস ও ৯২ রানে হারিয়ে দেয় ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজের সেই লজ্জা এবার আরও একটু বাড়িয়ে দেয় টিম ইন্ডিয়া।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সব থেকে বড় ব্যবধানে টেস্ট হার:-
১. ভারতের কাছে এক ইনিংস ও ১৪১ রানে হার (ডমিনিকা, ২০২৩)।
২. ভারতের কাছে এক ইনিংস ও ৯২ রানে হার (নর্থ সাউন্ড, ২০১৬)।
আরও পড়ুন:- IND vs WI: সেঞ্চুরি হাতছাড়া, তবু মাঠের মাঝেই নেচে ফাটালেন কোহলি, জয় আসছে বুঝেই কি আগাম সেলিব্রেট বিরাটের?- ভিডিয়ো
উল্লেখযোগ্য বিষয় হল, ২টি ক্ষেত্রেই রবিচন্দ্রন অশ্বিন একাই উৎপাত চালান সব থেকে বেশি। ২০১৬ সালের সেই টেস্টে অশ্বিন প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি করেন। ১২টি বাউন্ডারির সাহায্যে ২৫৩ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন রবিচন্দ্রন। ব্যাটে-বলে একাই ক্যারিবিয়ানদের দুমড়ে দিয়ে ম্য়াচের সেরার পুরস্কার জেতেন অশ্বিন।
এবার ডমিনিকায় সেই অশ্বিনের কাছেই আত্মসমর্পণ করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। অশ্বিন প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট নিয়ে বিধ্বস্ত করেন ক্যারিবিয়ানদের।
For all the latest Sports News Click Here