রিচারা কেনই বাদ পড়েন, কীভাবেই বা দলে ফেরেন? মহিলা ক্রিকেট দল নিয়ে ওঠা ৫ প্রশ্ন
অল্পদিনের ব্যবধানে ২টি আলাদা টুর্নামেন্টের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল বেছে নেন জাতীয় নির্বাচকরা। বাংলাদেশ সফরের সীমিত ওভারের সিরিজ ও এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডের মধ্যে বেশ কিছু রদবদল চোখে পড়ে। দু’টি স্কোয়াডকে পাশাপাশি রাখলে দল নির্বাচন নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপিত হওয়া স্বাভাবিক।
প্রথমত, বাংলাদেশ সফরের টি-২০ ও ওয়ান ডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েন রিচা ঘোষ। তাঁর ফিটনেস নিয়ে সমস্যা ছিল বলে শোনা যায়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই রিচাই ফের জাতীয় দলে ফেরেন। এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে রিচাই প্রথম পছন্দের উইকেটকিপার। প্রশ্ন হল, এই ক’দিনেই কি রিচা নিজের ফিটনেসে অভূতপূর্ব উন্নতি করলেন? তাই যদি না হয়, তবে তাঁকে বাংলাদেশ সফর থেকে বাদ দেওয়া হল কেন?
দ্বিতীয়ত, রিচার মতো বাংলাদেশ সফরে বাদ পড়া রাজেশ্বরী গায়কোয়াড়ও এশিয়া কাপের জাতীয় দলে ফিরে আসেন। উইমেন্স প্রিমিয়র লিগের পরে বেশ কিছুদিন বিশ্রাম পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজের প্রসঙ্গই আসে না। রাজেশ্বরীদের এশিয়া কাপে খেলানোর ইচ্ছা থাকলে বাংলাদেশ সফরে প্রস্তুতির সুযোগ থেকে কেন বঞ্চিত করা হল তাঁদের?
আরও পড়ুন:- Double Hat-Trick: পরপর ৪ বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়লেন থিপাতচা, ছুঁলেন মালিঙ্গাদের রেকর্ড- ভিডিয়ো
তৃতীয়ত, রিচা-রাজেশ্বরী কামব্যাক করলেও শিখা পান্ডে ও রেনুকা সিং ঠাকুরদের ভাগ্যে শিকে ছঁড়েনি। রেনুকাদের বাদ পড়ার কোনও কারণও জানানো হয়নি নির্বাচকদের তরফে। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বড় মঞ্চের প্লেয়ার শিখা-রেনুকাকে বাদ দেওয়া কতটা যুক্তিযুক্ত?
চতুর্থত, এশিয়া কাপের জন্য হার্লিন দেওল, স্নেহ রানা ও পূজা বস্ত্রকারকে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা কতটা যুক্তিযুক্ত? তিন তারকা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে হাত পাকিয়েছেন। বাংলাদেশ সফরে মাঠেও নামেন তাঁরা। যদি তাঁদের পারফর্ম্যান্সে নির্বাচকরা খুশি না হন, তাহলে ব্যাকআপ হিসেবে হার্লিনদের বিবেচনা করা হচ্ছে কেন?
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: ওয়ান ডে নাকি T20 বোঝা ভার, মাত্র ১৬ ওভারেই ওমানের কাম তামাম করল বাংলাদেশ
সর্বোপরি, এশিয়ান গেমসের জন্য ছেলেদের দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের পারফর্ম্যান্সই প্রাধান্য পেয়েছে। যদিও বিশ্বকাপের জন্য ছেলেদের প্রথম সারির দল পাঠানো সম্ভব নয় এশিয়া কাপে। তবু এই মুহূর্তে শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারের মতো বেশ কিছু সিনিয়র তারকা জাতীয় দলের বাইরে রয়েছেন। তাঁদের টপকে জাতীয় নির্বাচকরা স্কোয়াডে সুযোগ করে দেন আইপিএলে নজর কাড়া তরুণদের। মেয়েদের দল নির্বাচনের ক্ষেত্রে উইমেন্স প্রিমিয়র লিগের পারফর্ম্যান্সকে কতটা আগ্রাধিকার দেওয়া হয়েছে, তা বলা মুশকিল। কেননা ডব্লিউপিএলে চমকে দেওয়া সাইকা ইশাকের মূল স্কোয়াডে জায়গা হয়নি। তাঁকে স্ট্যান্ড-বাইয়ের তালিকায় রেখেছেন নির্বাচকরা। সাইকা, নভগিরদের কেন এশিয়া কাপের স্কোয়াডে রাখা হল না, সেটা বলতে পারবেন নির্বাচকরাই।
এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ভারতের মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বরেড্ডি।
স্ট্যান্ড-বাই: হার্লিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক ও পূজা বস্ত্রকার।
For all the latest Sports News Click Here