কোহলির চেয়ে বাবর টেকনিক্যালি অনেক এগিয়ে- ২ তারকার তুলনা টেনে দাবি পাক প্রাক্তনীর
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কার্যকরী দুই ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি এবং বাবর আজম। তবে এই দুই ক্রিকেটারের মধ্য কে সেরা? এই নিয়ে বিতর্কের অন্ত নেই। সারাক্ষণই চলছে তুল্যমূল্য বিচার। পাকিস্তানের বেশির ভাগ বিশেষজ্ঞই সব সময়েই নানা ভাবে এগিয়ে রাখেন বাবরকে। প্রাক্তন পাকিস্তানি পেসার নাভেদ-উল-হাসানও সাম্প্রতি দুই তারকার তুলনা করতে গিয়ে বাবরকেই এগিয়ে রেখেছেন। পাশাপাশি তাঁর দাবি, বিরাট কোহলির ব্যাটিং কৌশলের চেয়ে বাবর আজমের কৌশল অনেক বেশি ভালো।
নাভেদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোহলি নাকি বাবর- কোন তারকার টেকনিক ভালো। এর উত্তরে নাভেদ বলেন, ‘বাবর আজম টেকনিক্যালি বিরাট কোহলির চেয়ে বেশি শক্তিশালী। তিনি সব সময়ে ফর্মে থাকেন, কিন্তু আমি কোহলি সম্পর্কে একই কথা বলতে পারি না। তিনি ৫০ করতে এক বছর সময় নিয়েছিলেন।’
আরও পড়ুন: শুরুতেই হিট যশস্বী, পাচ্ছেন সিনিয়রদের সম্মান, কী বলছেন ছোটবেলার কোচ?
কোন প্লেয়ারকে তিনি সহজেই আউট করতে পারতেন, জানতে চাওয়া হলে নাভেদ কোহলিরই নাম নেন। তিনি যুক্ত দেন, ‘আমি ছন্দে থাকলে বিরাট কোহলিকে সহজেই আউট করতে পারতাম। স্লিপ কর্ডনে ফিল্ডার রেখে আউটসুইঙ্গার বল করতাম। ও ক্যাচ দিত।’
বাবর আজম নিঃসন্দেহে পাকিস্তানের একজন জনপ্রিয় ক্রিকেটার এবং তাঁকে পাকিস্তানের সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মনে করা হয়ে থাকে। যে কারণে বাবরকে ঘিরে পাকিস্তানের সকলেরই প্রত্যাশা বা ভাবনা স্বপ্নের জালো মোড়া।
আরও পড়ুন: জোরে শট মারলেও বাউন্ডারি হচ্ছে না- মন্থর পিচ নিয়ে কোহলির কাছে নালিশ যশস্বীর
তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি দাবি করেছিলেন যে, বাবর বিশ্বমানের প্লেয়ার হলেও, বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্সের মতো ম্যাচজয়ী হতে পারেননি। এটি বলার পিছনে হয়তো কারণ হল, বাবর এখনও পাকিস্তানের হয়ে ততগুলি ম্যাচ জেতাতে পারেননি, যতগুলি কোহলি এবং ডি’ভিলিয়ার্স নিজেদের সেরা ছন্দে থাকার সময়ে জিতিয়েছেন।
তবে পরিসংখ্যানের দিক থেকে দেখতে হলে কোহলি কিন্তু বাবরের চেয়ে অনেকটাই এগিয়ে। বিরাট কোহলি ১০৯টি টেস্ট, ২৭৪টি ওয়ান ডে এবং ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটে যথাক্রমে ৮৪৭৯, ১২৮৯৮ ও ৪০০৮ রান করেছেন। সেখানে বাবর ৪৭টি টেস্ট, ১০০টি ওয়ান ডে এবং ১০৪টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৬৯৬, ওয়ান ডেতে ৫০৮৯ এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৩৪৮৫ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে কোহলির মোট শতরানের সংখ্যা ৭৫টি, সেখানে বাবরের সংগ্রহে রয়েছ ৩০টি শতরান। সুতরাং, পরিসংখ্যানের দিক থেকে বিরাট কিন্তু আপাতত অনেকটাই এগিয়ে রয়েছেন।
For all the latest Sports News Click Here