রাহার ভাগ্যে লক্ষ্মীলাভ! যশরাজের স্পাই ইউনিভার্সে প্রথম মহিলা গুপ্তচর হবেন আলিয়া
জাএকের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করে চলেছেন আলিয়া ভাট। গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবিতে তাঁর অভিনয় মন কেড়ে নিয়েছে আমজনতার। এদিকে চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রকি অউর রানি কি প্রেম কাহানি। যাতে আলিয়াকে ফের দেখা যাবে রণবীর সিং-এর সঙ্গে। গল্লি বয় সিনেমার পর আরও একবার। ছবির পরিচালনা করছেন করণ জোহর।
পিঙ্কভিলা-র রিপোর্ট অনুসারে শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনের পর যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রবেশ করতে চলেছেন আলিয়া ভাট। এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘হলে লোক টানতে ভিড় টানতে সক্ষম নায়িকাদের মধ্যে বর্তমানে রয়েছেন আলিয়া ভাট। যশরাজের স্পাই ইউনিভার্সে সুপার এজেন্ট হিসেবে সলমন খান, হৃতিক রোশন, শাহরুখ খানের পর কাজ করার কথা চলছে আলিয়া ভাটের। আদিত্য চোপড়া আর তাঁর টিম মহিলা গুপ্তচরকে নিয়ে সিনেমা বানানোর কথা পরিকল্পনায় উঠেপড়ে লেগেছেন।’
‘আলিয়া একেবারে অদেখা অবতারে দেখা যাবে এই সিনেমাতে। যা আগে কেউ দেখেনি। অ্যাকশন প্যাকড মুডে। আদিত্য চোপড়া হলে দর্শক টানতে কোনও ফাঁক ছাড়তে রাজি নন’, জানান ওই সূত্র। আরও পড়ুন: বিগ বস জেতার পরও হাতে ছিল না টাকা! ব্রেন স্ট্রোকের সময় চিকিৎসার খরচ দেন সলমন খান
জানা যাচ্ছে, আদিত্য চোপড়া খুব উৎসাহী আলিয়াকে তাঁর স্পাই ইউনিভার্সের অংশ করার জন্য। আলিয়ার চরিত্রকে কেন্দ্র করে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু করতে চাইছেন। বরাবরের মতো বড় স্কেলেই আসবে ছবিখানা।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সূচনা হয়েছিল ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমার হাত ধরে। এটির পরিচালনা করেছিলেন কবীর খান। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এই সিনেমাতেও ছিলেন সলমন, পরিচালনা করেছিলেন আলি আব্বাস জাফর। এরপর ২০১৯ সালে স্পাই ইউনিভার্সে যোগ দেন হৃতিক রোশন। মুক্তি পায় ‘ওয়ার’। ছবিতে ছিলেন টাইগার শ্রফও। এরপর ২০২৩ সালে এল শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’। যাতে কেমিও করেছিলেন সলমন খান। চলতি বছরের শেষেই মুক্তির কথা রয়েছে টাইগার ৩-এর। আপাতত দিওয়ালির সময় বেছে নেওয়া হয়েছে। এই ছবিতে কেমিও করার কথা রয়েছে এসআরকে-র। খুব জলদি কাজ শুরুর কথা রয়েছে ‘ফাইটার’ ছবিটির। যাতে হৃতিক রোশনের সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন। আলিয়াকে নিয়ে যশরাজের পরের গুপ্তচর ছবিটির কাজ শুরু হতে পারে ২০২৪ সালে।
For all the latest entertainment News Click Here