বন্যা বিধ্বস্ত পঞ্জাব, এক কোমর জলে নেমে খাবার, ওষুধ বিতরণ করলেন অভিনেতা
এক কোমর জল, সেখানেই লাইফ জ্যাকেট পরে পঞ্জাবের পাতিয়ালার জলমগ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা গ্যাভি চাহাল। বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে জল, খাবার বিতরণ করছেন। সঙ্গে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধপত্র। পঞ্জাবে কঠিন সময়ে এভাবেই নিজেকে সেবায় ব্রতী করেছেন ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেতা।
যাদেরই সাহায্য প্রয়োজন, তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন অভিনেতা গ্যাভি চাহাল। পঞ্জাবের জলমগ্ন এলাকাতেই মানুষের কাছে খাবার বিতরণের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ভিডিয়োটি পোস্ট করে অভিনেতা গ্যাভি লেখেন ‘নানক নাম চারদিকলা তেরে ভানে শরবত দা ওয়াহেগুরু জি মেহের করিও, চারদিকলা!!’ খালসাএড ইন্ডিয়া ও খালসা এড নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে গ্যাভি জানিয়েছেন ‘এরাঁ সবসময় মানুষের সেবা করতে এগিয়ে এসেছে। এলাকার যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন! আসুন মানবতার সেবা করি ওয়াহেগুরু।’
শুধু তাই নয়, আরও একটি ভিডিয়োতে অভিনেতাদের খাদ্য ও ওষুধ বোঝাই একটি ট্রলি নিয়ে সুবিধাবঞ্চিত শিশু তাঁদের পরিবারে জন্য খাবার বিতরণ করতে দেখা যায় অভিনেতা গ্যাভি চাহালকে।
ই-টাইমসকে অভিনেতা গ্যাভি চাহাল বলেন, ‘আমি একটা পঞ্জাবি ছবির জন্য পঞ্জাবে শুটিং করছিলাম। কিন্তু অবিরাম বৃষ্টিতে বেশকিছুদিনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তারপরে আমি পঞ্জাবের শহর ও গ্রামের ভিজ্যুয়াল দেখতে শুরু করলাম। যেহেতু আমি আগেও মুম্বাই এবং পঞ্জাবের দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করার চেষ্টা করেছি, তাই ত্রাণ ব্যবস্থা হিসাবে এই ধরনের পরিস্থিতিতে কী করা দরকার সে সম্পর্কে আমি সচেতন ছিলাম। আমি কয়েকজন বন্ধুকে ডেকে, খাবার, ওষুধ এবং কিছু জামা-কাপড় নিয়ে একটি ট্রলিতে বোঝাই করে সকালে সেখানে পৌঁছে যাই।’
অভিনেতা আরও জানান, ‘বৃষ্টির পরে জলামগ্ন এলাকায় খাবার সরবরাহের অভাব ছিল এবং রোগের ভয়ে সেখানে আরও দুর্দশা দেখা দিয়েছে। এমনকী একাকী বৃদ্ধরাও আটকে ছিলেন যাঁরা হাঁটু অবধি জলে তাঁদের বাড়ির নিচুতলায় আটকে ছিলেন। সবথেকে বিপজ্জনক বিষয় গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিন তারগুলি তাঁদের আশেপাশে জলে নিমজ্জিত। আমি তো ছয় ফুট তিন ইঞ্চি লম্বা, তবুও দেখি আমার কোমর পর্যন্ত জল। এটা বললাম,শুধু সেখানে কতটা জল তা বোঝানোর জন্য।
For all the latest entertainment News Click Here