যিশুর হাত ধরে জলসার পর্দায় বাংলা ছবির হার্টথ্রব নায়ক! টেলিভিশনে ফিরছেন রোহনও
বাংলা ছবির পরিচিত মুখ ওম সাহানি। রিয়ালিটি শো-এর হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন ওম, এরপর টেলিভিশনে হাতেখড়ি। ‘অগ্নি ২’ (২০১৫) ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেছিলেন, এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন। দীর্ঘ এক দশক পর সিরিয়ালে ফিরছেন ওম। হ্যাঁ, টেলিপাড়া সূত্রে খবর এমনটাই। জানা যাচ্ছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের পরবর্তী প্রোজেক্টের মুখ হতে চলেছেন ওম সাহানি (Om Sahani)। শুধু তাই নয়, খুব শীঘ্রই টেলিভিশনে ফিরতে চলেছে ‘ভজ গোবিন্দ’ রোহন ভট্টাচার্য। দুই তারকাকেই রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা গেলেও টেলিভিশনের ফিকশন জঁরে লম্বা সময় দেখা যায়নি।
দিন কয়েক আগেই জানা গিয়েছিল ‘হরগৌরী পাইস হোটেল’-এর পর যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের দ্বিতীয় মেগা সিরিয়াল আসছে শীঘ্রই। এটিও সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়, এবার সেই মেগা নিয়েই সামনে এল বড় আপটেড। এখনও কথাবার্তা চূড়ান্ত না হলেও জলসার নতুন হিরো হিসাবে ওম সাহানির নাম কার্যত পাকা। খবর, এই মেগায় ওমের বিপরীতে নায়িকা হতে চলেছেন সুপার সিঙ্গারের এক গায়িকা! এই শো-এর সঞ্চালক ছিলেন যিশু সেনগুপ্ত। টেলিপাড়ায় খবর, শো-এর এক গায়িকাকেই নায়িকা হিসাবে বেছে নিয়েছেন প্রযোজক যিশু।
‘ফাটাফাটি ফিল্মি ফাইট’ দিয়ে লাইম লাইটে উঠে আসা ওম এর আগে ‘আলোর বাসা’ নামের এক মেগায় কাজ করেছেন। রুপোসী বাংলায় সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়াল। পরে ‘হিরো ৪২০’, ‘প্রেম কি বুঝিনি’, ‘তুই শুধু আমার’, ‘হুল্লোড়’-এর মতো ছবিতে কাজ করেছেন ওম। ডান্স বাংলা ডান্সের গত সিজনের মেন্টর হিসাবেও দেখা গিয়েছিল ওমকে। এবার মেগা সিরিয়ালে ফিরছেন শ্রাবন্তীর নায়ক।
অন্যদিকে ‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর মেগা থেকে ব্রেক নিয়েছিলেন রোহন। মাঝে সঞ্চালনায় হাত পাকিয়েছেন, পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন, মুম্বইতে গিয়ে হিন্দি ছবির কাজ সেরেছেন। দেবের ‘বাঘাযতীন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। নিজেকে একাধিক মাধ্যমে এক্সপ্লোর করার পর আবার ঘরের ছেলে ঘরে ফিরছেন। খবর, স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন স্টার জলসার জন্য নতুন একটি মেগা তৈরি করছে। সেই সিরিয়ালেই মুখ্য চরিত্রে থাকতে পারেন রোহন। ‘মাধবীলতা’ আচমকা বন্ধ হওয়ার পর এই মুহূর্তে জলসায় এই সংস্থার কোনও মেগা চলছে না। তবে ব্লুজের নতুন মেগায় নাকি পুরুষ চরিত্রটি একদম নজরকাড়া হতে চলেছে।
For all the latest entertainment News Click Here