রিয়ালিটির দৌড়ে এগিয়ে রচনা, সূর্য-দীপাকে ধরাশায়ী করতে শেষমেশ সফল দিদি নম্বর ১!
টিআরপি তালিকায় এই সপ্তাহেও খুব বেশি হেরফের হয়নি। বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’। ‘ফুলকি’কে পেরিয়ে দু-নম্বরে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। সেরা পাঁচের চারটি মেগা সিরিয়াল জি বাংলার। স্বভাবতই খানিক চাপে স্টার জলসা। ওদিকে সপ্তাহান্তের রেজাল্টও হাসি ফোটাতে পারল না চ্যানেল কর্তৃপক্ষের মুখে। রিয়ালিটিতে প্রতিপক্ষ চ্যানেল বরাবর এগিয়ে থাকায় নতুন স্ট্রাটেজি ছকেছে জলসা। এখন শনি ও রবিবার রাতে চ্যানেলে চলছে না কোনও রিয়ালিটি শো, বদলে সব সিরিয়াল সপ্তাহে ৭ দিন সম্প্রচারিত হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে সূর্য-দীপা ম্যাজিকে ভর করে শনি ও রবিবার রাত ৯.৩০ থেকে ১১.০০টার স্লট দখলে রাখছিল স্টার জলসা। এবারও তাতে সফল হয়েছে চ্যানেল, কিন্তু রচনা ম্যাজিকের সামনে নতি স্বীকার করতে হল ‘পঞ্চমী’ এবং ‘এক্কা দোক্কা’কে। রবিবার রাত ৮.৩০ টা থেকে ৯.৩০টার স্লট কিন্তু দখল করতে পারেনি জলসা। রবিবার সানডে ধামাকা এপিসোডের জন্য দিদির সংগ্রহে ৬.০ নম্বর, যার সুবাদে চলতি সপ্তাহের এক নম্বর রিয়ালিটি শো এটি।
অন্যদিকে ওই সময় স্টার জলসার ফিকশন শো-এর গড় টিআরপি ৫.২০। জি বাংলার নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ এই সপ্তাহে ৫.৩০ নম্বর পেয়েছে। ৯.৩০ থেকে ১১.০০টার স্লটে এই মুহূর্তে জলসায় সম্প্রচারিত হয় ‘অনুরাগের ছোঁয়া’, ‘হরগৌরী পাইস হোটেল’ এবং ‘গাঁটছড়া’। তিন সিরিয়ালের ওই দু-দিনের টিআরপির গড় ৫.৬, যার পুরো ক্রেডিটই ‘অনুরাগের ছোঁয়া টিমের।
এক নজরে নন-ফিকশনের টিআরপি-
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৬.০০), সোম-শনি- (২.৬)
স্টার জলসা Weekend Fiction Overall (৫.২) (সময়- ৮.৩০-৯.৩০টা)
ডান্স বাংলা ডান্স ৫.৩০
স্টার জলসা Weekend Fiction Overall (৫.৬০) (সময়- ৯.৩০-১১.০০টা)
প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রচনার গেম শো ‘দিদি নম্বর ১’ চলছে একটানা। তারকা থেকে সাধারণ মানুষ, সকলের মধ্যেই সমান জনপ্রিয়। রচনা ফের একবার দেখিয়ে দিলেন নন-ফিকশনে তাঁর জুড়ি মেলা ভার। এমনকি ফিকশন শো-এর বিরুদ্ধেও ভালো ফল করছে এই গেম শো। তবে সিরিয়ালপ্রেমী দর্শকদের চাপে এখন খানিকটা কোণঠাসা রিয়ালিটি শো। নম্বরের খরা কাটাতে রিয়ালিটি শো-এর ফর্মাটে অদূর ভবিষ্যতে কোনওরকম রদবদল আনবে জি বাংলা? সেইদিকেই তাকিয়ে সকলে। সূত্রের খবর ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলেই ‘দাদাগিরি’ নিয়ে সৌরভ ফিরবেন জি বাংলার পর্দায়য
For all the latest entertainment News Click Here