TRP: সব ওলটপালট টিআরপিতে! কার কাছে কই মনের কথা-র জন্য টপার হল না অনুরাগের ছোঁয়া?
অনেক আশা জাগিয়ে শুরু হয়েছিল জি বাংলায় ‘কার কাছে কই মনের কথা’র সফর। তবে তা আর পূরণ হল কই। অনেকেই ভেবেছিলেন প্রথম সপ্তাহেই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে হারিয়ে স্লট পাবে এই মেগা। শুধু তাই নয়, টিআরপি-র সেরা পাঁচে অন্তত জায়গা হবেই হবে। মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়দের মতো অভিনেত্রীরা আছে বলে কথা! কিন্তু তা হল না। প্রথম সপ্তাহের টিআরপি বেশ কম। মাত্র ৪.৮। পৃথ্বীরাজের সঙ্গে নম্বরের ব্যবধানও মাত্র .১ নম্বরের। অর্থাৎ কোনওরকমে স্লট পেলেও সেরা দশে জায়গা করতে পারল না এই মেগা।
প্রথম স্থানে বরাবরের মতো এবারেও রয়েছে অনুরাগের ছোঁয়া। ৮.৭ পেয়ে এবারেও ধরাছোঁয়ার বাইরে সূর্য আর দীপা। ধীরে ধীরে সূর্য আর দীপার বিয়ে, ঝামেলা জেনে যাচ্ছে তাদের দুই মেয়ে সোনা আর রূপাও। ফলে এখন টানটান উত্তেজনা। তাই গত কয়েক সপ্তাহেও বেঙ্গল টপারের পজিশন থেকে এই ধারাবাহিককে সরানো একটু মুশকিলের হবে।
জগদ্ধাত্রী বরং মাত দিল ফুলকি-কে। শুরুর সপ্তাহ থেকেই দ্বিতীয় স্থান ছিনিয়ে জি বাংলার টপার হয়ে বসেছিল এই মেগা। তবে চলতি সপ্তাহে ফের নিজস্থানে অর্থাৎ দু নম্বরে ফিরে এসেছে জগদ্ধাত্রী।
রুবেল আর পল্লবী অর্থাৎ সৃজন আর পর্নার নিম ফুলের মধু-তে এখন সৃজনের নতুন ব্যবসা শুরু নিয়ে বেশ একটা উত্তেজনার পরিবেশ। যার ফলে খুব সহজেই বাংলা মিডিয়ামকে হারিয়ে পেয়ে গিয়েছে স্লট। পাঁচে রয়েছে রাঙা বউ।
দেখে নিন সেরা দশ টিআরপি তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৭)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৯)
তৃতীয়-ফুলকি (৭.৭)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.১)
পঞ্চম- রাঙা বউ (৬.৬)
ষষ্ঠ- হরগৌরী পাইস হোটেল (৬.৫)
সপ্তম- বাংলা মিডিয়াম (৬.১)
অষ্টম- এক্কা দোক্কা (৬.০)
নবম- পঞ্চমী (৫.৯)
দশম- খেলনা বাড়ি (৫.৩)
গত সপ্তাহে হরগৌরী পাইস হোটেল উঠে এসেছিল চার নম্বরে। তবে এবারে ফের নেমে এল ৬ নম্বরে। ঘোষ পরিবারের ফ্যামিলি ড্রামা-র সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন আমজনতা। সম্পত্তি নিয়ে ঘরে ঘরে একই ছবি। ফলে শঙ্কর-ঐশানীদের গল্প সহজেই জায়গা করে নিচ্ছে টিআরপি-র সেরা দশে।
নতুন সময়ে এসে এক্কা দোক্কার বিপরীতে স্লট না পেলেও, নম্বর বেড়েছে খেলনা বাড়ি-র। সোহাগ জলের ফেলে রাখা টিআরপি-কে সঙ্গী করে অনেকটাই বাড়িয়ে নিয়েছে নম্বর।
সেদিক থেকে পিছিয়ে পড়ছে পঞ্চমী, তুঁতে-র মতো নতুন শুরু হওয়া মেগাগুলি। অবস্থা এরকম থাকলে হয়তো মাসখানেকের মধ্যেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলবে চ্যানেল। আপাতত খবর রয়েছে মুকুট বন্ধ হওয়ার, যার এই সপ্তাহের টিআরপি মাত্র ৪.২।
For all the latest entertainment News Click Here