‘হয় ৫০ লাখ দাও, নয় জেলে যাও’, প্রাক্তন বান্ধবীকে মারধর, আরমানকে নির্দেশ আদালতের
বিতর্ক পিছু ছাড়ে না অভিনেতা আরমান কোহলির। সম্প্রতি বম্বে হাইকোর্ট অভিনেতা আরমান কোহলিকে নির্দেশ দিয়েছে প্রাক্তন প্রেমিকা নীরু রন্ধাওয়াকে হয় ৫০ লাখ টাকা দিতে অথবা জেলে যেতে। ২০১৮ সালে দায়ের হওয়া একটি মামলার রায় এটি। আরমান নীরুকে ৫০ লাখ টাকা দেবেন এই শর্তে ২০১৮ সালে মামলাটি প্রত্যাহার করা হয়েছিল।
২০১৮ সালে প্রত্যাহার হওয়া সেই মামলার জন্য নীরু আদালতের দ্বারস্থ হয়েছে। যখন এই আরমান তাঁকে ৫০ লাখ ক্ষতিপূরণ দেবেন এই রায় দিয়েছিল আদালত। এবং সেই শর্তেই প্রাক্তন বিগ বস প্রতিযোগী এসেছিলেন জেলের বাইরে। কিন্তু টাকা না পেয়ে ফের আদালতের দ্বারস্থ নীলু। বিচারপতি এনডব্লিউ সাম্ব্রে এবং আরএন লাদ্দা জানিয়েছেন, ‘হয় আরমান টাকা দেবেন, নয় জেলে যাবেন’।
২০১৮ সালে আরমান কোহলির নামে একটি অভিযোগ দায়ের করেন নীরু রান্ধাওয়া। যেখানে দাবি করা হয়েছিল, ব্যবসা নিয়ে কথা কাটাকাটির পর তাঁর গায়ে হাত তোলেন আরমান। এরপর অবিলম্বে গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করার শাস্তি), ৫০৪ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) এবং ৫০৬ (অপরাধী ভয় দেখানোর শাস্তি) এবংআইপিসি-র এর অন্যান্য প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে অভিযোগ দায়ের করা হয়।
পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, সেই সময় নীরু আর আমানের সম্পর্কের বয়স ছিল তিন বছর। মুম্বইয়ের সান্তাক্রুজের একটি ফ্ল্যাটে একসঙ্গেও থাকতেন তাঁরা। আর সেই বাড়িতেই আর্থিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। নীরু-র অভিযোগ আরমান সেই সময় তাঁকে ধাক্কা দেন। এবং ঝগড়ার সময় সিঁড়ি থেকে পড়ে যান তিনি।
পরে মামলাটি প্রত্যাহার করা হয়। আদালত থেকে আরমানকে একটি হলফনামা দাখিল করতে বলা হয় এটা জানিয়ে যে ভবিষ্যতে তিনি আর করবেন না এই কাজ। ক্ষতিপূরণ হিসেবে নীরুকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। যদিও তাতে ব্যর্থ হন আরমান।
শুধু নীরুকে মারধর করা নয়, আরও একাধিক ‘অপরাধে’ জেল খেটেছেন এই অভিনেতা। ২০১৮ সালেই ৪১টি মদের বোতলর অবৈধ দখলের কারণে গ্রেফতার করা হয়েছিল আরমানকে। ২০২১ সালে মাদক মামলাতও গ্রেফতার হন তিনি।
কাজের সূত্রে, একাধিক টিভি শো, সিনেমাতে ভাগ নিলেও আরমান কোহলি আসল জনপ্রিয়তা পান বিগ বস ৭ থেকে। যেখানে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন কাজলের বোন তনিশা মুখোপাধ্যায়ের সঙ্গে। বিগ বসের ঘরেও তনিশাকে গালাগাল, দুর্ব্যবহার করার অভিযোগে সলমন খানের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল সলমনকে। বিগ বস থেকে বেরিয়ে মাসখানেক পর তনিশা আর আরমানর বিচ্ছেদ হয়ে যায়।
For all the latest entertainment News Click Here