Mohun Bagan LIVE: আজ টালিগঞ্জের বিরুদ্ধে নামছে মোহনবাগান, জয়ের ধারা বজায় থাকবে?
Mohun Bagan Super Giants vs Tollygunge Agragami Live Updates: আজ কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্টস। প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সেই ধারা বজায় রাখতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। তবে হেভিওয়েট দলকে ধাক্কা দিতে চাইছে টালিগঞ্জ। কলকাতা ফুটবল লিগে মোহনবাগান বনাম টালিগঞ্জ ম্যাচের লাইভ স্কোর, লাইভ আপডেট ও যাবতীয় তথ্য দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
CFL 2023 LIVE: বুধবার কোন মাঠে কোন ম্যাচ হবে?
১) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বনাম আর্মি রেড: বিধাননগর পুরনিগমের মাঠ। ২) মোহনবগান সুপার জায়েন্টস বনাম টালিগঞ্জ অগ্রগামী: ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম। ৩) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম ক্যালকাটা ফুটবল ক্লাব: মহমেডান স্পোর্টিং ক্লাব গ্রাউন্ড। ৪) সার্দান সমিতি বনাম ডালহৌসি: নৈহাটি স্টেডিয়াম। ৫) পিয়ারলেস বনাম কালীঘাট মিলন সমিতি: দমদম সুপার মাঠ (দমদম)।
Mohun Bagan vs Tollygunge LIVE: কারা কারা খেলছেন মোহনবাগানের হয়ে?
মোহনবাগানের প্রথম একাদশ: সুমিত রাঠি, রাজ, আমন, শিবাজিত, সুহেল আহমেদ ভাট, টাইসন, নামতে, নাওরেম, এংসন, দীপেন্দু এবং আর্শ (গোলকিপার)। বেঞ্চে আছেন জাহিদ, অর্ক, শগুন, শুভ, ফারদিন, অভিষেক, টংসন, ভিয়ান, অনুপরা।
CFL 2023 LIVE: বুধবার ৫ ম্যাচ আছে কলকাতা লিগে
আজ কলকাতা ফুটবল লিগে মোট পাঁচটি ম্যাচ আছে। সব ম্যাচগুলিই দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে শুরু হবে। ম্যাচগুলি হল – সার্দান সমিতি বনাম ডালহৌসি, পিয়ারলেস বনাম কালীঘাট মিলন সমিতি, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বনাম আর্মি রেড, মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম ক্যালকাটা ফুটবল ক্লাব এবং মোহনবগান সুপার জায়েন্টস বনাম টালিগঞ্জ অগ্রগামী।
Mohun Bagan vs Tollygunge LIVE: আজ টালিগঞ্জের বিরুদ্ধে নামছে মোহনবাগান, জয়ের ধারা বজায় থাকবে?
আজ কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্টস। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে সেই ম্যাচ হবে। দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে।
For all the latest Sports News Click Here