অপরাজিতার বাড়িতে ভাড়া থাকছেন, লাভগুরু বাড়িওয়ালির কী পরামর্শ পেলেন মধুমিতা?
‘মাসিমা আমি আপনার নতুন ভাড়াটে, চিনি…’। মধুমিতা মুখের কথায় শেষ না হতেই অপরাজিতা বললেন কি ফুরিয়ে গেছে? বাটি এনেছো? ভুল ভাঙিয়ে মধুমিতা পাল্টা বললেন আমার নাম চিনি। এদিকে চিনির মুখে মাসিমা ডাক শুনে বিরক্ত অপরাজিতা বললেন, ‘তুমি হেবি তেঁদর আছো তো, মাসিমা কাকে বলছো! আমায় দেখে তোমার মাসিমা মনে হচ্ছে?’ এরপরই নাম জানতে চাইলে চিনির বাড়িওয়ালি জানান, তাঁর নাম মিষ্টি।
এমনই ‘মিষ্টি-চিনি’ খট্টা-মিঠা রসায়ন নিয়ে বুধবার, ১২ জুলাই সামনে এল ‘চিনি-২’ ট্রেলার। পরিচালনায় মৈনাক ভোমিক। ছবি ট্রেলারে দেখা যায় দুই অসমবয়সী নারী মিষ্টি আর চিনির গল্প। যার মধ্যে অল্প বয়সী চিনির সম্পত্য প্রেম নিয়ে। আর মধ্যবয়স্কা মিষ্টির সমস্যা দাম্পত্য জীবনে। আর এই সমস্যাই তাঁদের কাছে আনে। ‘চিনি’র লাভগুরু হয়ে ধরা দেন মিষ্টি মাসিমা। দুজনেই দুজনের সমস্যা সমাধানে এগিয়ে আসেন। দুই অসমবয়সী নারীর বন্ধুত্বও জমে ওঠে। কিন্তু একে অপরের হাত ধরে সমস্যা কি মিটবে?’
ছবির ট্রেলার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মধুমিতা লেখেন, ‘চিনি আর তার Love Guru ‘মিষ্টি মাসিমা’-র মিষ্টি গল্প এবার বড়পর্দায়!’ আর অপরাজিতা লিখেছেন, ‘এবার মিষ্টি হবে দ্বিগুণ। নতুন রূপে, নতুন গল্প নিয়ে আসছে চিনি ও মিষ্টি।’
আরও পড়ুন-ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, একসময় ভালোবেসেই তো বিয়ে হয়! মুখ খুললেন হেমা মালিনী
আরও পড়ুন-শেখর ছিল বুড়ো! মা পায়ে ধরেছিল এই বিয়ে না করতে, নিজেই নিজের ক্ষতি করি: সুচিত্রা
ছবি ট্রেলারে ‘চিনি’ মধুমিতা মধুমিতা ‘মিষ্টি’ অপরাজিতাকে বোঝায়, ‘বিয়ে মানেই আত্মসম্মানের জলাঞ্জলি দিয়ে দেওয়া নয়’। এদিকে আবার মিষ্টি চিনিকে বলেন, ‘প্রেমে পড়াটা কিন্তু শিল্প, আর সেটায় তুই মাস্টার নোস। তার গুরুদেব আমি। আজ থেকে আমিই তোমার লাভগুরু, তুমি আমার শিষ্যা।’ তবে কে কতটা কাকে সাহায্য করে উঠতে পারে, এখন সেটাই দেখার। মিষ্টি-চিনির গল্প নিয়ে এই ছবি আসছে আগামী ১১ অগস্ট।
এই ছবিতে অপরাজিতা আঢ্য, মধুমিতা সরকার ছাড়াও রয়েছেন লিলি চক্রবর্তী ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও সৌম্য বন্দ্যোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here