পাসপোর্ট হারিয়ে ফেলেছেন মৌনি? কী হবে এবার? চিন্তায় ঘাম ছুটেছে নায়িকার
পাসপোর্ট না খুঁজে পেয়ে বিমানবন্দরে দিশাহারা হয়ে পড়েন অভিনেত্রী মৌনি রায়। বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে ফ্লাইটে ধরার আগে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন ব্রহ্মাস্ত্র অভিনেত্রী। দেখে মনে হচ্ছে অভিনেত্রী একটি আন্তর্জাতিক গন্তব্যে যাচ্ছিলেন। কিন্তু চেক ইনের আগে নিজের পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না তিনি।
দিশাহারা মৌনিকে তাঁর ব্যাগ তন্ন তন্ন করে খুঁজতে দেখা গিয়েছে। পর পর ফোনকল করছিলেন তিনি। অবশেষে অভিনেত্রী জানতে পারেন, ভুল করে বাড়িতেই পাসপোর্ট ফেলে এসেছেন তিনি। ছবি তোলার জন্য বিমানবন্দরে জড়ো হওয়া পাপারাজ্জিদের মৌনি জানান, ভুল করে বাড়িতেই পাসপোর্ট ফেলে এসেছেন তিনি। বিমানবন্দরে প্রবেশের আগে তাই পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হয়েছিল মৌনিকে।
ফ্লাইটে করে উড়ে যাওয়ার জন্য খুব আরামদায়ক একটি পোশাক বেছে নিয়েছিলেন অভিনেত্রী। ম্যাচিং শার্টের সঙ্গে নীল এবং সাদা পায়জামা পরে দেখা মেলে ‘নাগিন’ নায়িকার। চোখে রোদচশমা পরা তিনি। আরও পড়ুন: চুল বিচ্ছিরি হয়ে থাকছে? রুক্ষ চুল মজবুত করবেন কীভাবে
কেরিয়ারের ভালো সময় কাটাচ্ছেন মৌনি। তাঁর শেষ ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও সুখী তিনি। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সূর্য নাম্বিয়ার-র সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। ব্যবসার মাধ্যম হিসেবে মৌনি বেছে নিয়েছেন রেস্তোরাঁকে। মুম্বইতে নতুন রেস্তোরাঁ খুলেছেন তিনি। নাম রেখেছেন বদমাশ। এছাড়া, সম্প্রতি জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ে বিচারকেরও আসনেও মাঝেমধ্যে দেখা মিলছে মৌনির।
সদ্য পায়েল দেব এবং জুবিন নোটিয়ালের গাওয়া মিউজিক ভিডিয়ো ‘দোতারা’তে দেখা গিয়েছে মৌনিকে। নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই গান। শীঘ্রই আসন্ন ক্রাইম মিস্ট্রি থ্রিলার ফিল্ম পেন্টহাউসে দেখা যাবে মৌনিকে। ছবিটি পরিচালনা করেছেন আব্বাস আলিভাই বার্মাওয়ালা মাস্তান এবং আলিভাই বার্মাওয়ালা। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন ববি দেওল এবং অর্জুন রামপাল।
For all the latest entertainment News Click Here