থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ম্যাসকট হনুমানজি!
শুভব্রত মুখার্জি: ভারতীয় দেবতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় দেবতা লর্ড হনুমান অর্থাৎ হনুমানজিকে। ভারতের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পূজিত হন তিনি। এবার তিনিই হতে চলেছেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতার অফিসিয়াল ম্যাসকট! হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাস্তবে এমনই ঘটনাই ঘটতে চলেছে। তাও আবার ক্রীড়াক্ষেত্রে। থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। সেই আসরেই অফিসিয়াল ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে হনুমানজিকে। প্রসঙ্গত থাইল্যান্ডে আগামী বুধবার থেকেই শুরু হতে চলেছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর।
ভারত এই আসরের জন্য ইতিমধ্যেই ৫৪ সদস্যের দল পাঠিয়েছে থাইল্যান্ডে। দুটি ভাগে ভাগ হয়ে তারা থাইল্যান্ডে পৌঁছেছেন। একটি দল গিয়েছে দিল্লি হয়ে এবং অপর দলটি গিয়েছে বেঙ্গালুরু হয়ে। তবে এই দল থেকে বাদ পড়েছেন শটপাটার করনবীর সিং। টুর্নামেন্টে যাওয়ার আগেই ডোপ পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। ফলে এই টুর্নামেন্টে শট পাট বিভাগে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন তাজিন্দরপাল সিং তুর। ভারতের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। কন্টিনেন্টাল গভর্নিং বডির ৫০ তম বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট।
এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের তরফে তাদের ওয়েবসাইটে লর্ড হনুমানকে ম্যাসকট হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে। সেখানে লেখা হয়েছে ‘হনুমান অসাধারণ সক্ষমতার পরিচায়ক। রামের সেবাতে তিনি এই পরিচয় দিয়েছেন। যার মধ্যে রয়েছে গতি, শক্তি, সাহস এবং জ্ঞান। হনুমানের সবথেকে বড় শক্তি হল তাঁর অসাধারণ প্রভু ভক্তি এবং আনুগত্য।’
এছাড়াও লেখা হয়েছে, ‘২৫ তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো বোঝায় যারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তাদের স্কিল, দলগত পরিশ্রম, অ্যাথলেটিসিজম, স্পোর্টসম্যানশিপকে।’ এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তানও। ইতিমধ্যেই পাক অ্যাথলিটরা পৌঁছে গিয়েছেন ব্যাংককে। বিভিন্ন বিভাগের অ্যাথলিটদের নামতে দেখা যাবে এই টুর্নামেন্টে।
For all the latest Sports News Click Here