হঠাৎ বৃষ্টিতে মুম্বইয়ের পথে রোম্যান্স-ঝড়! যুগলের ‘তুম সে হি’তে থমকে গেল সময়
১৬ বছর পরেও এতটুকু ফিকে হয়নি ‘জব উই মেট’ ম্যাজিক। একটা সময় রিল লাইফে বলিউডের হিট জুটি ছিলেন শাহিদ কাপুর-করিনা কাপুর। তবে বক্স অফিসে তাঁদের প্রত্যেক ছবিই মুখ থুবড়ে পড়ত। প্রেম ভাঙার পর ইমতিয়াজ আলির ‘জব উই মেট’ ছবিতে দেখা মিলেছিল দু’জনের। আর সেই ছবিই হয়েছিল ব্লকবাস্টার হিট। এখনও শ্রোতারা প্লে-লিস্টে এই ছবির গান থাকে উপরের দিকে।
মুম্বইয়ের ফুটপাথে প্রবল বৃষ্টিতে ‘জব উই মেট’ ছবির ‘তুম সে হি’ গানে রোম্যান্টিক নাচ এক জুটির। সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হয়েছে তাঁদের নাচের ভিডিয়ো। শাহিদ কাপুর এবং করিনা কাপুর অভিনীত গানটি লিখেছেন ইরশাদ কামিল। গেয়েছেন মোহিত চৌহান এবং সুর দিয়েছেন প্রীতম।
ভিডিয়োটি শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটাই চাই আর কিছু না। নজর যেন না লাগে’। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক জুটি প্রবল বৃষ্টির মধ্যে ফুটপাতে নাচছেন। দুজনেরই মুখে চওড়া হাসি। এক অপরের সঙ্গে খুব সুন্দরভাবে পায়ের তালে তাল মেলাচ্ছেন। হলুদ, সাদা ট্যাক্সি পিছন থেকে পাস করছে। আরও পড়ুন: তামান্না নাকি ভারতীয় শাকিরা! ‘কাভালা’য় তাঁর নাচের প্রশংসা শুনে কী বললেন নায়িকা
দেখুন সেই ভিডিয়ো-
তিন দিন আগে ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়। শেয়ার করার পর থেকে, এটিতে ২.২ লাখের বেশি ভিউ এবং ক্রমশও সংখ্যা বাড়ছে৷
ভিডিয়ো দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘এখনও এই ধরনের ভালোবাসা আছে?’ অপর একজন লিখেছেন, ‘ওদের মতো আমিও করতে চাই’। কেউ লিখেছেন, বৃষ্টিতে নাচ। যাই হোক গানটি এর আগে কেউ শুনেছ?’ কারও মন্তব্য, ‘ওমজি, খুব সুন্দর’। ভিডিয়ো দেখে কি আপনার ঠোঁটেও হাসি এসেছে?
For all the latest entertainment News Click Here