লুকানোর কোনও জায়গা নেই, সহানুভূতি ছেড়ে বেয়ারস্টোকে বাদ দিতে বললেন বয়কট
আগামী ১৯ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে চলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার চতুর্থ অ্যাশেজ টেস্ট ম্যাচ। তবে এবার ইংল্যান্ডের বর্তমান উইকেটরক্ষক এবং তারকা ব্যাটার জনি বেয়ারস্টো খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারছেন না। তাই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জিওফ্রে বয়কট ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ অ্যাশেজ টেস্ট ম্যাচে প্রথম একাদশ থেকে জনি বেয়ারস্টোকে বাদ দেওয়ার কথা বলেছেন। তিনি জানান, জনিকে নিয়ে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া উচিত।
বয়কট বেয়ারস্টো সম্পর্কে টেলিগ্রাফ পত্রিকায় বলেন, ‘আমার এতদিনে খেলার অভিজ্ঞতা এবং সাধারণ জ্ঞান বলছে, জনি বেয়ারস্টো পুরোপুরি ফিট নয়। সে ঠিকঠাক ভাবে নিজের ১০০ শতাংশ দিয়ে খেলছে না। প্রতি ম্যাচেই তার ব্যাটিং ও উইকেট কিপিংয়ের ক্ষেত্রে অনেক অভাব লক্ষ্য করা যাচ্ছে। কিছু দিন আগে মার্ভেলাস ম্যাচে তাকে নির্বাচিত করা হয়েছিল। সেই সময় সে ভালো পারফরম্যান্স করে। কিন্তু এখন সেই পারফরম্যান্সের অভাব দেখা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে ও এখন ভালো পারফরম্যান্স করতে পারছে না। এই খারাপ পারফরম্যান্সকে জনি হয়তো লুকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু বড় কোনও ম্যাচে যদি ব্যর্থ হয় তাহলে লুকিয়ে রাখার জায়গা থাকে না। আর এই ব্যর্থতা আত্মবিশ্বাসের ওপর একটা প্রভাব ফেলে।’ ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার বেয়ারস্টো তিনটি টেস্ট ম্যাচ খেলেছে। এই তিনটি ম্যাচে এখনও পর্যন্ত গড় মাত্র ২৩.৫০। এখন দেখার চতুর্থ অ্যাশেজ টেস্ট ম্যাচে প্রথম একাদশে বেয়ারস্টোকে রাখে কিনা ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড এই সিরিজে এখনও পর্যন্ত ১-২ তে পিছিয়ে রয়েছে। পরপর দুটি ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচ জিতে লড়াইয়ে ফিরে এসেছে। ইংল্যান্ডের কাছে এখন পরপর দুটি ডু অর ডাই। একটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে তাদের। ইংল্যান্ড নিজেদের আক্রমণাত্মক ব্যাজবল পদ্ধতি চতুর্থ টেস্টে বজায় রাখবে বলে জানা গিয়েছে। কোনও দিকে অস্ট্রেলিয়া একটি ম্যাচ জিতলেই অ্যাসেজ সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলতে। তবে শেষ ম্যাচে তাদের ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে তাদের। এখন দেখার এটাই চতুর্থ ম্যাচের দুই দল তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কিনা।
For all the latest Sports News Click Here