‘এত বয়স মানে কী?’ চটে গেলেন ‘শান্ত’ রাহানে, ‘আমার মধ্যে এখনও ক্রিকেট আছে’
সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দীর্ঘদিন পর ভারতীয় দলে কামব্যাক করেন অজিঙ্কা রাহানে। তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ অধিনায়ক। যদিও একটি ম্যাচর পরই সহ অধিনায়ক করা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করতে থাকে। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে কামব্যাক করেন জিঙ্কস। অবশ্য তাঁর এই কামব্যাকের পিছনে অবশ্যই হাত রয়েছে চেন্নাই সুপার কিংসের।
কারণ গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স রাহানেকে ছেড়ে দেওয়ার পরই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। চেন্নাই সুপার কিংসের হয় দুর্দান্ত পারফরম্যান্স করেন রাহানে। দুর্দান্ত পারফরম্যান্স করার ফলেই ভারতীয় দলে কামব্যাক করেন তিনি। তাঁর এই কামব্যাকে অনেকেই প্রশংসা করেন।
এমনকী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেওয়ার পর ক্যারিবিয়ান সফরেও জায়গা করে নিয়েছেন রাহানে। শুধু তাই নয়, সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। গত মাসেই ৩৫ বছরে পা দিয়েছেন রাহানে। তবে একটা সময় অনেকেই ধরে নিয়েছিল এবার হয়তো সেই রাহানের কেরিয়ার শেষের পথে। তাঁকে আর জাতীয় দলে দেখা যাবে না। কিন্তু সম্ভাবনা ভুল প্রমাণিত করেন রাহানে। সমহিমায় জাতীয় দলে কামব্যাক করেন এই ক্রিকেটার।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের করা তাঁর বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়েন জিঙ্কস। সেখানে তিনি জানান, ‘আমার ৩৫ বছর বয়স নিয়ে কি বলতে চাইছেন আপনারা। আমি এখনও তরুণ। এখনও অনেক ক্রিকেট খেলার বাকি রয়েছে।’ মজার সঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। পাশাপাশি তিনি তাঁর এই কামব্যাক নিয়ে মুখ খোলেন। রাহানে বলেন, ‘আমি গত আইপিএলে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সিএসকে টিম ম্যানেজমেন্টকে। আমাকে সুযোগ দিয়েছে তারা। যার ফলে আমি রান করতে পেরেছি। শুধু আইপিএল নয়, পাশাপাশি আমি ঘরোয়া ক্রিকেটেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি টার্গেট রেখেছিলাম, যে করেই হোক না কেন, আমাকে ভারতীয় দলে জায়গা করে নিতে হবে।’
এবারের ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই চেতেশ্বর পূজারা। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড। এই দুই তরুণ ক্রিকেটারকেও পরামর্শ দেন তিনি। রাহানে বলেন, ‘এটা ওদের জন্য খুব ভালো সুযোগ। আমি জানি না ওদের মধ্যে কে খেলবে। তবে এটাই সেরা সময় নিজেদের সেরাটা তুলে ধরার। তবে আমি খুবই খুশি এই দুই ক্রিকেটারের সুযোগ পাওয়ার ব্যাপারে। কারণ তারা আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ফলে এখানে সুযোগ পেলে আশা করব বড় রান করতে পারবে।’
এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু তাও ভারত ক্যারিবিয়ানদের একেবারেই হালকা ভাবে নিচ্ছে না। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বলেন, ‘বিপক্ষ দল যাই হোক না কেন। আমরা ওয়েস্ট ইন্ডিজকে একেবারেই হালকা ভাবে নিচ্ছি না। কারণ ওরা হোম গ্রাউন্ডে খেলছে। ফলে আমাদের সবদিক মাথায় রাখতে হবে।’
For all the latest Sports News Click Here