রোহিতরাও এতদিন টেস্ট খেলেননি! দ্রাবিড়ের সঙ্গে ছবি পোস্ট করে কী বার্তা বিরাটের?
১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে বিরাট কোহলির মনে ১২ বছর আগের স্মৃতি ফিরে এল। ২০১১ সালে ডমিনিকায় শেষবার ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে। বিরাট কোহলি ছাড়া সেই দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ আজ ভারতীয় দলের সঙ্গে সফর করছেন। তিনি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে দ্বীপ রাষ্ট্রে আসে ভারত। সেই সিরিজে শেষ ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গে ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। সেই সময় ক্যারিবিয়ান সফরে বিরাট কোহলি তাঁর টেস্টে অভিষেক ঘটান। অন্যদিকে আজকের প্রধান কোচ রাহুল তাঁর কেরিয়ারে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শেষ টেস্ট সিরিজ খেলেন। বিরাট কোহলি ততদিনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছেন। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের পরই এই সফর করে ভারতীয় দল। সেই সময়কার কথা তুলে ধরে বিরাট কোহলি ইনস্টাগ্রামে রাহুল দ্রাবিড়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘২০১১ সালে ডমিনিকায় খেলা টেস্ট দলের শুধুমাত্র দু’জন সদস্য আজকের এই দলের সঙ্গে যুক্ত আছি। আমি কখনও কল্পনাও করিনি এই ক্রিকেটীয় যাত্রা আমাদের আলাদা ক্ষমতা এবং দায়িত্ব দিয়ে একসঙ্গে নিয়ে আসবে। এই জন্য আমি চির কৃতজ্ঞ থাকবো।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচের মাধ্যমেই আগামী দুই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে। স্বাভাবিকভাবেই ভারতের কাছে লক্ষ্য থাকবে টেস্ট ম্যাচ জিতে এগিয়ে থাকা। দুটি টেস্ট ম্যাচের সিরিজের সঙ্গে সঙ্গে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত।
অন্যদিকে ১৯৭৫ সালের পর এইবার প্রথম একদিনের ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। এই বিপর্যয়ের পরপরই ভারতের বিরুদ্ধে হারে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং বর্তমান মেন্টর ব্রায়ান লারা আস্থা রাখছেন তার দলের ওপর। তিনি আশা করছেন ভারতের বিরুদ্ধে খেলতে নামার টেস্ট সিরিজের ভালো করবে ক্যারিবিয়ানরা। তিনি বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপ চক্রের খুব গুরুত্বপূর্ণ দুটি টেস্ট ম্যাচ খেলতে নামছি। ভারতের বিরুদ্ধে খেলা সব সময় শক্ত। ঘরের মাঠে কিংবা বাইরের মাঠে সব জায়গাতেই ওরা শক্তিশালী। এই সিরিজে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার নিজের প্রতিভার ছাপ রাখতে পারে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই মাঠে নামতে হয়।’
For all the latest Sports News Click Here