ডোপ পরীক্ষায় ফেল শটপাটার করণবীর, Asian Athletics Championships থেকে ছিটকে গেলেন
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রীড়া জগতের জন্য বেশ খারাপ খবর। ফের ডোপিংয়ের কালো ছায়া ভারতীয় ক্রীড়ার আকাশে। নবীন ভারতীয় শট পাটার করণবীর সিং ডোপ পরীক্ষায় ফেল করেছেন। ২৫ বছর বয়সি ভারতীয় ক্রীড়াবিদের সম্প্রতি ডোপ পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। প্রতিযোগিতার বাইরে যে ডোপ টেস্ট করা হয় তাতেই ফেল করেছেন এই ভারতীয় শট পাটার। সম্প্রতি এই পরীক্ষা করা হয়েছিল। যার ফলাফল আসার পরেই ঘুম উড়েছে করণবীর সিংয়ের। সামনেই রয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তাতে ভারতীয় যে দল ঘোষণা করা হয়েছিল সেই দলে জায়গা পেয়েছিলেন করণবীর সিং। এবার অবশ্য তাঁকে সেই দল থেকে বাদ দেওয়া হবে।
প্রসঙ্গত থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে এই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। তার আগেই দুঃসংবাদ এসে পৌঁছালো ভারতীয় শিবিরে। তবে ডোপ পরীক্ষা ঠিক কোন তারিখে করা হয়েছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি করণবীর সিংয়ের মূত্রে ঠিক কোন নিষিদ্ধ জিনিসের উপস্থিতি পাওয়া গিয়েছে সেই বিষয়েও এখনও বিশদে কিছু জানানো যায়নি। তবে ডোপ পরীক্ষায় ফেল করার ফলে শটপাটার করণবীর সিংকে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল থেকে সরতেই হচ্ছে। পাতিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে অনুশীলন করেন করণবীর সিং। তাঁকে ভারতীয় ৫৪ সদস্যের দলে প্রথমে নির্বাচন করা হয়েছিল। তবে মাঠে নামার আগেই এল এই খারাপ খবর।
১২-১৬ জুলাই থাইল্যান্ডে বসবে এই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। শনিবার রাতেই ভারতীয় দল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছে। নিউ দিল্লি এবং বেঙ্গালুরু থেকে দুই ভাগে ভাগ হয়ে দুটি দল রওনা দিয়েছে থাইল্যান্ডের উদ্দেশ্যে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি আদিলে সুমারিওয়ালা জানিয়েছেন, ‘হ্যাঁ ডোপ পরীক্ষায় করণবীর সিংয়ের ফেল করার খবরটি সত্যি।’ মে মাসে ফেডারেশন কাপে ১৯.০৫ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন করণবীর সিং। জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে তাজিন্দর পাল সিং প্রথম হন। সেখানেও দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন করণবীর সিং। তাঁর কেরিয়ার সেরা থ্রো ২০.১০ মিটার। করণবীর সিং বাদ পড়াতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র শট পাটার হিসেবে থাকবেন তাজিন্দর পাল সিং তুর। ফলে করণবীর সিং ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার ফলে ভারতের পদক পাওয়ার সম্ভাবনাও কমে গেল।
For all the latest Sports News Click Here