সুপার হিট! মিনিটে ৪০০ কোটি জন দেখেছেন, বাড়ছে বিগ বস OTT-র সময়সীমা: সলমন
জনপ্রিয়তার কথা মাথায় রেখেই বাড়ানো হল বিগ বস 0TT-২-এর সময়সীমা। আরও ১৫ দিন বিগ বস দেখতে পাবেন OTT-র দর্শকরা। দর্শকদের সুখবর শুনিয়েছেন খোদ শোয়ের সঞ্চালক সলমন খান।
বিগ বস OTT-২ এর মেয়াদ আরও ২ সপ্তাহ বেড়ে যাওয়া নিয়ে সলমন বলেন, ‘এটা কি এখনও ছয় সপ্তাহ অথবা সম্ভবত এটি আট সপ্তাহ বাড়ানো হবে। ওটার মানে কি? তার মানে শোটি দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। তার মানে মানুষ এটা দেখতে পছন্দ করছেন। বিগ বস OTT 2-এর প্রথম দু’সপ্তাহ মিনিটে এটি ৪০০ কোটি লোক দেখেছেন। আপনাদেরকে (প্রতিযোগীদের) আমার থেকেও বেশি দেখা যাচ্ছে। স্পষ্টতই, এর মরসুম তাই আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।’
আরও পড়ুন-‘আমি ছেলের সঙ্গে থাকি না, মেয়ের সঙ্গেও না’, কিন্তু কেন? নিজেই জানালেন নীতু
আরও পড়ুন-সলমনের সঙ্গে তাঁরই ঘরে প্রচুর মদ্যপান, পরদিন সকালে ঘুম ভাঙতেই আমির দেখলেন…
আরও পড়ুন-‘অশ্রদ্ধা, মারপিট, গালিগালাজ সহ্য করব না’, বিগ বস OTT ২ নিয়ে বিরক্তি প্রকাশ সলমনের
সলমন আরও বলেন, ‘এখন আপনার (প্রতিযোগীর উদ্দেশ্যে) দায়িত্ব এটা নিশ্চিত করা যাতে লোকেরা এটিকে আরও বেশি পছন্দ করেন, এটা আরও বেশি করে দেখেন। আপনাদের প্রত্যেকের নিজের কাজ করা দরকার, অন্য কারোর নয়। এটিই হল শিল্প নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির মূল কথা। আপনাকে কেবল নিজের উপর নজর দিতে হবে। আপনার চুল, আপনার পোশাক, আপনার বুদ্ধি, আপনার শরীর, আপনার মেকআপ …. আপনি শুধুমাত্র আপনার নিজের জন্য ব্যস্ত থাকুন। অন্য কোন ব্যবসা, শিল্প বা কাজ নয়, নিজেকে নিয়ে মাথা ঘামান। তবে আমরা এই বিষয়গুলিকে মঞ্জুর করে দিই।’
বিনোদন দুনিয়ায় কাজ করা প্রসঙ্গে সল্লু বলেন, ‘আমাদের কোনও ছবি যখন হিট হয়, তখন আমরা রাজাপ মতো দেখতে শুরু করি। আবার কোনও ছবি ফ্লপ হলেই আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। দুই পরিস্থিতিতেই আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আপনার ছবি হিট হলেও কঠোর পরিশ্রম করুন…যদি এটি একটি ফ্লপ হয় তাহলেও কঠোর পরিশ্রম করুন। কঠোর পরিশ্রম করা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু এটাই আপনাকে করতে হবে।’
For all the latest entertainment News Click Here