ক্লাবের খারাপ সময় কার্যত একা বাঁচাতেন লজ্জা থেকে, ম্যান ইউ ছাড়লেন সেই ডেভিড
শুভব্রত মুখার্জি: দীর্ঘ এক দশকেরও বেশি সময় প্রিমিয়র লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন গোলরক্ষক ডেভিড ডে গেয়া। ১২ বছর অর্থাৎ ১২টি মরশুম ইউনাইটেডে কাটিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক। এবার এই দীর্ঘদিনের সম্পর্কে ইতি পড়ল। ওল্ড ট্র্যাফোর্ড ছাড়লেন তিনি। ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে জোরালো হয়েছিল ক্লাব ছাড়ার গুঞ্জন। শেষপর্যন্ত সেটাই ঘটল। ইউনাইটেডকে বিদায় জানিয়ে দিলেন গোলরক্ষক।
জুন মাসে অর্থাৎ গত মাসেই ওল্ড ট্র্যাফোর্ডে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল স্প্যানিশ গোলকিপারের। তবে মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ইউনাইটেড বিবৃতি দিয়ে জানিয়েছিল, ভবিষ্যৎ নিয়ে স্প্যানিয়ার্ডের সঙ্গে আলোচনা চলছে ক্লাবের। চুক্তি নবীকরণ হতে পারে বা সেই নিয়ে আলোচনার খবর এসেছিল আগেও। শেষপর্যন্ত তা বাস্তবের মুখ দেখল না। ক্লাবে ১২ বছরের অধ্যায়ের ইতি টানলেন ৩২ বছরের ফুটবলার।
অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে তাঁকে ইউনাইটেডে এনেছিলেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ইউনাইটেডের হয়ে ৪৪৫ টি ম্যাচ খেলেন স্প্যানিশ গোলকিপার। ১৯০টি ম্যাচে কোনও গোল খাননি তিনি। ইউনাইটেডের কিপার হিসেবে দুটিই ক্লাব ইতিহাসে রেকর্ড। ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়র লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন। কোচ হিসেবে ফার্গুসন বিদায় নেওয়ার পর ম্যান ইউ যখন ধুঁকছিল, তখন বহুবার পতন রুখেছেন। কার্যত একাহাতে সেই কাজটা করেছেন।
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শনিবার ইউনাইটেড ছাড়ার কথা নিশ্চিত করেন গিয়া। তাঁকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। লেখেন, ‘১২ বছরের ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা। সকলকে ধন্যবাদ জানাতে চাই৷ প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন, এই ক্লাবে আমাকে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি৷’
চারবার ইউনাইটেডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন স্প্যানিশ গোলকিপার। সর্বশেষ মরশুমে প্রিমিয়র লিগের ১৭ ম্যাচে কোনও গোল খাননি তিনি।ফলে দ্বিতীয়বারের জন্য জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ খেতাব। তিনি আরও লেখেন, ‘নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য এবং নিজেকে ফের নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যাঞ্চেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’
For all the latest Sports News Click Here